মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৪:৩৯

মন্দিরের মধ্যেই চলছে অ'বা'ধ মেলামেশা, গ্রেফতার নারী

মন্দিরের মধ্যেই চলছে অ'বা'ধ মেলামেশা, গ্রেফতার নারী

শৌচাগারের মধ্যেই যৌ'ন'তা, তাও আবার কিনা মন্দিরের শৌচাগারের মধ্যে। আর সেই ভ'য়'ঙ্কর ঘটনা ধরা পড়ল মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। আর তা ধরা পড়তেই সোশ্যাল মিডিয়াতে ভা'ইরা'ল সেই ভিডিও। যা সোশ্যাল মিডিয়াতে একের পর এক ওয়ালে ঘুরছে।

জানা গিয়েছে, মন্দিরে শৌচাগারে যৌ'ন'তায় যে মহিলা লি'প্ত হয়েছিলেন তার বয়স ৪২। চা'ঞ্চ'ল্যকর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনাং প্রদেশের বাটারওর্থ শহরে। ওই শহরের একটি মন্দিরে এই ভিডিও ভা'ইরা'ল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 

যেখানে স্প'ষ্ট দেখা যাচ্ছে যে ওই মহিলা বাথরুমের মধ্যেই স'ঙ্গ'মে মিলিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভা'ইরা'ল হওয়ার পরেই ওই মহিলাকে গ্রে'ফ'তার করেছে পুলিশ। ত'দ'ন্তের স্বার্থে তাকে আপাতত নিজেদের হে'ফা'জতে রেখেছে তারা।

জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভা'ইরা'ল হওয়া ভিডিও গিয়েছে মন্দির কমিটির কাছে। এরপরেই পুলিশের কাছে অ'ভিযো'গ জানান মন্দির কমিটির প্রধান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিলাকে গ্রে'ফ'তার করে পুলিশ। ভা'ইরা'ল হওয়া ভিডিও মাত্র ৫৯ সেকেন্ডের। 

পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই মহিলা ছাড়াও তিন জন পুরুষ ছিলেন সেখানে। তাদের মধ্যে এক জন ওই যৌ'ন দৃ'শ্যের ভিডিও করছিলেন। ওই তিন জনকেও আমরা খুঁ'জ'ছি। সিসিটিভিতে তিন ব্যাক্তির মুখ দেখা গিয়েছে। খুব শী'ঘ্রই তারাও পুলিশের হাতে চলে আসবে বলে জানানো হয়েছে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে