আন্তর্জাতিক ডেস্ক : বিজেপিকে অহং'কারের জ'বা'ব দিয়েছে ঝাড়খণ্ড। মানুষই এভাবে তাদের গণতন্ত্রের জ'বা'ব দেবে। মঙ্গলবার ফের কলকাতার রাজপথে নেমে এভাবেই বিজেপিকে আ'ক্রম'ণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মিছিলের ইস্যু সেই নাগরিকত্ব আইন এবং এনআরসি। ঝাড়খণ্ড বিধানসভা ভোটের ফল বেরিয়েছে ২৪ ঘণ্টা আগে। বিজেপির হাতছাড়া হয়েছে এই রাজ্য। তার পর রীতিমতো আত্মবিশ্বাসী মমতা বলেছেন, 'ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে যো'গ্য জ'বা'ব দিয়েছে। ঔ'দ্ধ'ত্য, অহং'কারের ফলেই বিজেপির পরাজয়।'
এদিন মিছিল শুরু হয় কলকাতা শহরের সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে। যায় বিবেকানন্দ রোড ধরে কাঁকুড়গাছি হয়ে সোজা বেলেঘাটা গান্ধী ভবন। সেই মিছিল শুরুর আগেই কেন্দ্রের বিজেপি সরকারকে আ'ক্র'ম'ণ করেন মমতা।
বলেন, 'বিজেপি হিন্দু-মুসলমান করছে। আর আমরা ল'ড়'ছি হিন্দুস্থানের জন্য। বিজেপিকে যোগ্য জ'বা'ব দেবে গণতন্ত্র। গণতন্ত্রের ঝা'ড়বা'তি যখন জ্ব'ল'বে, তখন তোমাদের আলো টিমটিম করবে। অহং'কার ছাড়ো, ঔ'দ্ধ'ত্য ছাড়ো।'