মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩১:২২

ফ্লাইওভারের নিচে আট'কে গেল উড়োজাহাজ!

ফ্লাইওভারের নিচে আট'কে গেল উড়োজাহাজ!

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গের যশোর রোডে উড়োজাহাজ ঢু'কে পড়ায় চাঞ্চ'ল্য ছ'ড়িয়েছিল। সোমবার গভীররাতে আবারও বিপা'কে পড়ল সেই উড়োজাহাজটি। এবার তা আট'কে গেল সেখানকার দুর্গাপুরের ফ্লাইওভারের নিচে। এমন অবা'ক করা দৃ'শ্য দেখতে ভোর থেকেই এলাকায় স্থানীয়দের ভি'ড় জমে যায়।

শুক্রবার একটি ট্রাকে করে দমদম থেকে উড়োজাহাজটি রওনা দিয়েছিল যশোর রোড ধ'রে। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ সেটি। ডাক বিভাগের ভারতীয় ছাপ রয়েছে তাতে। সেটিকে নিয়েই পেল্লাই ট্রাকটি চলেছিল জয়পুরের উদ্দেশে। যার জে'রে মোটামুটি বাকি সব যানবাহনের না'ভিশ্বা'স ওঠার জোগা'ড় হয়। বিপ'ত্তি বাড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকটি যখন ডিভাইডারে আট'কে যায়। মাঝরাতে যানজট তৈরি হয় যশোর রোডে। হি'মশি'ম দ'শা হয় পুলিশের। দুটি ক্রেনের সাহায্যে সেখান থেকে তা কোনওক্র'মে বে'র করে আনা গেলেও সোমবার গভীররাতে ফের রাস্তার মাঝে আট'কে যায় উড়োজাহাজটি।

২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে একটি ফ্লাইওভারের নিচে আট'কে যায় উড়োজাহাজের মাথা। খুলে যায় উড়োজাহাজের চাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবার সকালে ক্রেনের সাহায্যে তা জ'টমু'ক্ত করার চেষ্টা চলছিল।
এদিকে, রাস্তায় আট'কে গেছে উড়োজাহাজ- এমন দৃ'শ্য তো সচরা'চর দেখা যায় না। তাই তা দেখতে ফ্লাইওভারের উপর ভিড় জমান স্থানীয়রা। ফলে এলাকায় তী'ব্র যানজ'টের সৃ'ষ্টি হয়।

উড়োজাহাজটি ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। সেটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। অনেকদিন আগেই বাতিল করা হয়েছিল সেটিকে। একটি বেসরকারি সংস্থার কাছে উড়োজাহাজটি বিক্রি করা হয়েছিল। গত শুক্রবার হ্যা'ঙার থেকে নামিয়ে সেটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যানুমিনিয়াম নিষ্কা'শনের জন্য। কিন্তু যাওয়ার পথে বারবা'রই বা'ধা প্রা'প্ত হচ্ছে সেই পেল্লাই উড়োজাহাজ। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে