আন্তর্জাতিক ডেস্ক : কাজটা কি ভালো হয়েছে না খা'রা'প? আপনারাই ভেবে দেখুন। নাগরিকত্ব সং'শো'ধ'নী আ'ইনের বিরো'ধিতায় যারা সরকারি সম্পত্তি ন'ষ্ট করেছেন, তাদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার তিনি লখনৌতে অটলবিহারী বাজপেয়ী মেডিকেল ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে এক ভাষণে তিনি অ'শা'ন্তি সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, 'আপনারা বাড়িতে বসে ভাবুন, কাজটা কি ভালো হয়েছে? আপনারা অনেক বাস ভা'ঙচু'র করেছেন। অন্যান্য সরকারি সম্পত্তিরও ক্ষ'তি করেছেন। ওই সম্পত্তি আমাদের আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার কথা ছিল।'
পরে তিনি হা'ঙ্গা'মা সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে, দেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তা পাওয়ার অধিকারী। তার কথায়, 'নিরাপদ পরিবেশের মধ্যে বাস করা আমাদের অধিকার। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা র'ক্ষা করতে হবে। তা আমাদের কর্তব্য।'
মোদি বলেন, আমি উত্তরপ্রদেশের প্রত্যেক বাসিন্দাকে বলতে চাই, স্বাধীনতার পর থেকে আমরা কেবল আমাদের অধিকার দাবি করে এসেছি। এখন আমাদের কর্তব্য পালনের ওপরেও জোর দিতে হবে।' উত্তরপ্রদেশ পুলিশের প্রশংসা করে তিনি বলেন, তারা ভাল কাজ করেছে।
মোদীর দাবি, সরকার বেশ কয়েকটি বি'ত'র্কের শান্তিপূর্ণ সমাধান করেছে। তিনি বলেন, 'রাম জন্মভূমি বি'ত'র্ক শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে। ৩৭০ ধারা ছিল একটা পুরানো রোগ। তার সমাধান করা ছিল আমাদের দায়িত্ব।'
গত সপ্তাহে উত্তরপ্রদেশের মুজফফরপুর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড় এবং ফারুখাবাদ জেলা থেকে বি'ক্ষো'ভ ও হিং'সার খবর পাওয়া যায়। ওইসব অঞ্চলে পথে নামে হাজার হাজার মানুষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। গাড়িতে আ'গু'ন লাগানো হয়। পুলিশ লা'ঠিচা'র্জ করে ও কাঁদানে গ্যাস ছুড়ে জনতাকে ছ'ত্রভ'ঙ্গ করে দেয়।
দু'মিনিটের এক ভিডিওতে দেখা যায়, রাজ্যের পূর্ব প্রান্তে গোরক্ষপুরে এক সরু গলির এক প্রান্তে দাঁড়িয়ে জনতা। অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে পুলিশ। দা'ঙ্গাহা'ঙ্গা'মা ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে। পুলিশের কয়েকজনের হাতে ছিল অ্যাসল্ট রাইফেল। জনতাকে দেখা গিয়েছে, পুলিশের উদ্দেশে চি'ত্কার করছে। পাথর ছুড়ছে। কিছুক্ষণ পরে পুলিশকেও জনতার উদ্দেশে পাথর ছু'ড়তে দেখা গিয়েছে।