বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৪:২৫

বাংলাদেশে আসার ভিসা পেলেন না ভারতের মন্ত্রী : আনন্দবাজার

বাংলাদেশে আসার ভিসা পেলেন না ভারতের মন্ত্রী : আনন্দবাজার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসার ভিসা পেলেন না ভারতের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার এবং জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ইসলামিক সংগঠন জমিয়তে উলেমা ইন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর সস্ত্রীক বাংলাদেশ আসার কথা বৃহস্পতিবার। 

২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত কাজে স্ত্রী রাজিয়া এবং দেড় বছরের নাতনিকে নিয়ে বাংলাদেশে কাটানোর কথা ছিল তার। কিন্তু, বাংলাদেশে আসার ভিসা তাকে দেওয়া হয়নি বলেই বুধবার দাবি করেছেন মন্ত্রী।

এ বিষয়ে সিদ্দিকুল্লা চৌধুরী আনন্দবাজারকে বলেন, তিন দিন আমার অফিসের এক কর্মীকে দুই ঘণ্টা করে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে বসিয়ে রাখার পর বুধবার পর্যন্ত ভিসা দেওয়া হয়নি। কেন ভিসা দেওয়া হল না তা নিয়েও কিছু জানানো হয়নি। 

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস তাকে কোনও কারণ না দেখালেও, ভিসা না পাওয়ার পিছনে রাজনীতি দেখছেন এই জমিয়তে নেতা। তিনি বলেন, ‘‘সম্ভবত বাংলাদেশ কর্তৃপক্ষকে ভুল বোঝানো হয়েছে, না হলে তারা বেশি বুঝছে।” 

কোন প্রসঙ্গে তিনি এই অভিযোগ করছেন তা নিয়ে প্রশ্ন করা হলে সিদ্দিকুল্লা বলেন, বাংলাদেশে আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। এক বারেই ব্যক্তিগত সফর। আমি বাংলাদেশের কোনও সংগঠনের সঙ্গেও যুক্ত নই। তারপরেও আমার ভিসা আবেদন বাতিল করা হল। এর পেছনে অবশ্যই রাজনীতি রয়েছে। 

এ বিষয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোফাক্খারুল ইকবালকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তার প্র'তিক্রি'য়া জানতে চেয়ে হোয়াটস্অ্যাপে মেসেজ করা হলেও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তার কোনও প্র'তিক্রি'য়া পাওয়া যায়নি। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে