বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২:০৯

১৩২ যাত্রী নিয়ে মাঝ আকাশে ভারতীয় বিমানে আ'গুন

১৩২ যাত্রী নিয়ে মাঝ আকাশে ভারতীয় বিমানে আ'গুন

আন্তর্জতিক ডেস্ক : এবার ভারতের কলকাতাগামী একটি নিও এয়ারবাস ধরনের উড়োজাহাজে আগু'ন লাগার ঘটনা ঘটেছে। বিমানটিতে ১৩২ জন যাত্রী ছিল। গো-এয়ারের বিমানটি ভারতের আসাম থেকে কলকাতা যাচ্ছিল। গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার এই ঘটনা ঘটে।

জানা যায়, আসামের গুয়াহাটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির ইঞ্জিনের টেইল সেকশনে আগু'ন ধরে যায়। রানওয়ে ত্যাগ করার মাত্র দশ মিনিটের মাথায় বিমানটি আবার গুয়াহাটিতে ফিরে আসতে বাধ্য হয়।

জানা গেছে, ১৩২ জন যাত্রীসহ মঙ্গলবার যাত্রা শুরু করা ওই বিমানকে নামতেই হতো। কারণ, ইঞ্জিন বিকল হয়ে তার লেজের দিকে আ'গুন লাগার কারণে ইঞ্জিন থেকে বিকট আওয়াজ বের হচ্ছিল এবং অস্বাভাবিকভাবে কাঁপছিল সেই বিমান।

এদিকে গো-এয়ারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি ফিরে এসেছিল। সেখানেই আমাদের ইঞ্জিনিয়াররা ত্রুটি ঠিক করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে