আন্তর্জাতিক ডেস্ক : উপমহাদেশে ধর্ম নিয়ে হা'নাহা'নি অনেকদিন ধরেই চলছে। পৃথিবীর এই অঞ্চলে প্রায়ই কিছু উ'গ্রবা'দী মানুষ ধর্মের রেশ ধরে ভে'ঙ্গে দেয় অন্য ধর্মের উপাসনালয়। এবার এই হা'নাহা'নি ছড়িয়ে পড়ল আফ্রিকার ইথিওপিয়াতেও।
সেখানে চারটি মসজিদ পু'ড়িয়ে দিয়েছে দু'র্বৃ'ত্তরা। এছাড়াও সেখানে বসবাসকারী মুসলিমদের ওপর হা'ম'লা করা হয়েছে। এই হা'ম'লার প্র'তিবা'দে বি'ক্ষো'ভে নেমেছেন ইথিওপিয়ার মুসলিমরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৫০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত মোট্টা শহরে মসজিদে আ'গু'ন ধরিয়ে দেয় একদল দু'ষ্কৃ'তী। এছাড়া মুসলিমদের সম্পত্তিতেও হা'ম'লা চালায় তারা।
পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকদিন আগে একটি চার্চে আ'গু'ন লাগার খবর ছড়িয়ে পড়ার পর মসজিদে হা'ম'লার ঘটনা ঘটেছে।
আমহারা প্রদেশের কর্মকর্তারা জানান, এই ঘটনায় জ'ড়ি'ত থাকতে পারে এমন স'ন্দে'হে ইতিমধ্যে ১৫ জনকে আ'ট'ক করা হয়েছে।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, চ'র'মপ'ন্থীরা এই হা'ম'লার মাধ্যমে আমাদের ধর্মীয় সহনশীলতা এবং সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাসকে ভে'ঙে দেওয়ার প্রচে'ষ্টা করছে।