বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ০১:১৮:৩০

ধর্মীয় স্বাধীনতা ল'ঙ্ঘনে কালো তালিকায় বাদ পড়েছে ভারত

ধর্মীয় স্বাধীনতা ল'ঙ্ঘনে কালো তালিকায় বাদ পড়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা একতরফাভাবে পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা ল'ঙ্ঘ'নের জন্য কালো-তালিকাভুক্ত করেছে। তবে আমেরিকার এই কালোতালিকা ইসলামাবাদ সরাসরি প্র'ত্যা'খ্যা'ন করেছে।

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা ল'ঙ্ঘ'নের জন্য কালো তালিকাভুক্ত করল আমেরিকা। তবে এক্ষেত্রে ভারতকে ওই তালিকা থেকে অ'ব্যাহ'তি দিয়েছে মার্কিন প্রশাসন।

পাকিস্তান তার ভাষায় বলেছে, ভারতে গরু জ'বা'ইয়ের জন্য মুসলমানদের হ'ত্যা করা হচ্ছে, কাশ্মীরে অ'চ'লাব'স্থা এবং সাম্প্রতিক নাগরিকত্ব আইন সংশো'ধন নিয়ে সাম্প্রদায়িক দা'ঙ্গা সৃষ্টি করা হয়েছে। তারপরও ভারতকে এই কালো তালিকা থেকে মুক্তি দেয়া হয়েছে এবং পাকিস্তানকে তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এটি আমেরিকার পক্ষপাত দু'ষ্ট আচরণ।

পাকিস্তান বলছে- এটি শুধু সরেজমিনের বাস্তবতা থেকে দূরে সরে আসা নয় বরং এই ধরনের তালিকা করার স্বচ্ছতা এবং বিশ্বস্ততা নিয়েও ইসলামাবাদ প্রশ্ন তুলছে। পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমেরিকার কালো তালিকা ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে কোনো উন্নতি ঘটাবে না।

পাকিস্তানসহ নয়টি দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক কালো তালিকায় রয়েছে। তবে ওই তালিকা থেকে সুদানকে বাদ দেয়া হয়েছে। সূত্র : ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে