আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে লিকুদ পার্টির প্রচারে অংশ নিতে গিয়ে রকেট হা'ম'লায় আ'ত্ম'র'ক্ষায় আশ্রয়কেন্দ্রে আ'ত্মগো'পনে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
বুধবার একটি প্রচার পদযাত্রার আয়োজনের আগেই তাকে এ ঘটনার মুখোমুখি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে নি'ক্ষে'প করা রকেট হা'ম'লার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেশটির সেনাবাহিনী জানায়, ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহলটি থেকে ১২ কিলোমিটার দূরে আশকালান শহরে এই রকেট হা'ম'লা হয়েছে। তবে রকেট আয়রন ডোম ক্ষে'প'ণা'স্ত্র প্র'তির'ক্ষা ব্যবস্থা গু'লি করে ভূপাতিত করা হয়।
তবে এ রকেট নিক্ষে'পের দা'য় এখন পর্যন্ত কেউ স্বী'কার করেনি। গাজার নিয়ন্ত্রণকারী প্র'তিরো'ধ আন্দোলন হামাস ও ইসলামিক জি'হা'দের সঙ্গে গত মাসে ইসরায়েলের সঙ্গে রকে'ট বিনিময় ঘটেছে।
ইসরাইলি টিভি স্টেশনটির দাবি, নির্বাচনে র'ক্ষ'ণশীল লিকুদ পার্টির প্রচারে ওই র্যালিটির আয়োজন করতে যাচ্ছিলেন নেতানিয়াহু। এসময় দে'হর'ক্ষীতে ঘেরা ছিলেন তিনি। কিন্তু সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে তিনি গিয়ে মঞ্চ ছেড়ে আশ্রয়কেন্দ্রে আ'ত্মগো'পন করেন। এর আগে, গত সেপ্টেম্বরেও আশদদে একবার এমন ঘটনা ঘটেছিল।