বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৫:৩৯

পাকিস্তানী সেনার গু'লিতে ভারতীয় সেনা অফিসারসহ নিহ'ত ৩

পাকিস্তানী সেনার গু'লিতে ভারতীয় সেনা অফিসারসহ নিহ'ত ৩

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সকলে কাশ্মীরে নিয়ন্ত্রন রেখায় পাকিস্তানি হা'ম'লায় নিহ'ত হলেন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশন অফিসার ও হাজি পীরের এক মহিলাসহ দুই বাসিন্দা। 

বুধবার সকালে হাজি পীরের ও রামপুর সেক্টরে বিনা প্ররো'চনায় গু'লি চালায় পাকিস্তানী সেনাবাহিনী। গু'লিতে নিহ'ত ভারতীয় সেনার অফিসার রামপুর সেক্টরে। পরে এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। 

ভারতের হামলায় পাকিস্তানের ২ সেনা নিহ'ত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) বরাত দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।

ঘটনার পর আজ আইএসপিআরের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে এ ঘটনায় নিহ'ত পাকিস্তানি ২ সেনার নাম ও ছবি প্রকাশ করেন। নিহ'ত পাকিস্তানি সেনারা হলেন নায়েব সুবেদার কান্দেরো এবং সিপাহী এহসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে