শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩২:০৪

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সম'স্যার সমাধান ও দুর্নী'তি দম'নের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বি'ক্ষো'ভ শুরু হয়েছে। বি'ক্ষো'ভের কারণে গত ২৯ নভেম্বর সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যা'গ করেছেন।
আর এ পরিস্থি'তির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট বারহাম সালিহ সংসদের কাছে পদত্যা'গপত্র পাঠিয়ে দিয়েছেন।

ওই বার্তায় তিনি বলেছেন, 'আল-বান্না' জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবি'ধান ল'ঙ্ঘি'ত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পি'ত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝো'তায় পৌঁছাতে পারেনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে