আন্তর্জাতিক ডেস্ক : স্বর্ণপদক প্রাপ্ত ছাত্রী সমাবর্তনের মঞ্চে দাঁড়িয়ে আইন ছিঁড়ে সিএএ, এনআরসির বি'রু'দ্ধে প্র'তিবা'দ জানিয়েছেন। এক ভক্ত সেই খবর ফেসবুকে পোস্ট করতেই নিজের টাইমলাইনে তা শেয়ার করেছেন কেন্দ্রের বিজেপির প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
তারপরেই খোলস ছেড়ে বেরিয়ে এলেন বিজেপির সহকর্মী। উ'ল্টোপা'ল্টা মন্তব্য করে নতুন বি'ত'র্কে জ'ড়িয়ে পড়লেন। এক মুসলিম যুবকের প্রশ্নের উত্তরে বাবুল তাকে দেশছাড়া করার হু'ম'কি দিলেন। একজন মন্ত্রীর এই বেলাগাম সাহস দেখে চুপ করে থাকতে পারেননি সিপিএম-এর যুবনেতা শতরূপ ঘোষ।
তিনিও বলেছেন, কারও বাবার ক্ষ'মতা থাকলে ওকে বের করে দেখাক। নাগরিতকত্ব সং'শো'ধনী আইন ও নাগরিক পঞ্জির বি'রু'দ্ধে দেশজুড়়ে চলছে বিক্ষো'ভ। বিক্ষো'ভ সামাল দিতে ইতিমধ্যেই মোদি-শাহ ঘোষণা করেছেন, সারা দেশে এনআরসি নিয়ে আলোচনাই হয়নি।
এরই মধ্যে বাবুল সুপ্রিয় এক মুসলিম যুবককে ভারত ছাড়ার নোটিস দিয়ে দিচ্ছেন। মুস্তাফিউর রহমান মন্তব্য করেছিলেন, 'বাবুল দা আপনি কতটা শিক্ষিত আর আপনার গুরু কত শিক্ষিত যে কি না গরু থেকে সোনা বার করে।' এতেই ক্ষে'পে যান বাবুল সুপ্রিয়।
লেখেন, ''আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই তারপর পোস্টকার্ডে জবাব দেব।'' প্রত্যাশিতভাবেই বাবুলের বি'রু'দ্ধে সরব হয়েছে নে'টিজে'নরা। কেউ রাজনীতির কা'নাগ'লি থেকে তাকে বেরিয়ে আসার অনুরোধ করেছেন। কেউবা গেরুয়া জার্সি গায়ে পরে বাবুল যে বাঙালির সংস্কৃতিকে ভুলে গিয়েছেন তানিয়েও ক'টা'ক্ষ করেছেন। সূত্র : দ্য ওয়াল