শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০১:০২:২২

১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার রাস্তায় নামলেন দিল্লির মুসলিম নারীরা

১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার রাস্তায় নামলেন দিল্লির মুসলিম নারীরা

আন্তর্জতিক ডেস্ক : মুসলিমদের অধিকার আদায় করতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে হিং'সার রেশ যেন ক্রমেই তী'ব্র হচ্ছে। ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার রাস্তায় নামলেন দিল্লির মুসলিম নারীরা। লাঠি, ইট-পাথর, অ'স্ত্র ছাড়াই টানা ১৩ দিন ধরে চলছে শান্তিপূর্ণ প্র'তিবাদ, আর এই প্র'তিবাদে অংশ নেন তরুণী থেকে ৭২ বছরের বৃদ্ধা সবাই।

ইন্ডিয়া টুডে ও দ্য ওয়ালের বরাতে জানা যায়, শাহিনবাগের রাস্তায় এক হাতে প্লাকার্ড, অন্য হাতে সন্তানকে শক্ত করে ধরে রাস্তার মাঝেই বসে পড়ে স্লোগান তুলেছেন শতাধিক মুসলিম মহিলা।অ'স্ত্র ছাড়াই টানা ১৩ দিন ধরে চলছে শান্তিপূর্ণ প্র'তিবাদ।

একালার এক বাসিন্দা বলেছেন, প্রথমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া হল। এবার আমাদের বলা হচ্ছে চলে যেতে। এটা আমাদের ধর্মের অপমান। একই দাবি আরও এক মহিলার, তার মতে- দেশ যতদিন আছে আমরাও আছি। তাই নিজেদের ছেলেমেয়েদের হাত ধরেই রাস্তায় বসেছি।

এদিকে পুলিশ জানিয়েছে, মুসলিম মহিলা বি'ক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন ওই এলাকারই কিছু পুরুষ বি'ক্ষোভকারী। বি'ক্ষোভকারীদের মধ্যে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে