বুধবার, ০১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬:৩৪

নাগরিকত্ব বিল নিয়ে মুসলিমদের পক্ষ্যে মমতার পাশে দাঁড়ালেন শারদ পাওয়ার

নাগরিকত্ব বিল নিয়ে মুসলিমদের পক্ষ্যে মমতার পাশে দাঁড়ালেন শারদ পাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে এবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর পাশে দাঁড়ালেন শারদ পাওয়ার। এনসিপি সুপ্রিমো জানিয়েছেন তিনি এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে সমর্থন জানাবেন। 

সিএএ আর এনআরসি পশ্চিমবঙ্গে তিনি চালু করতে দেবেন না বসে মোদি সরকারকে হুঁ'শিয়া'রি দিয়েছেন। একে একে তার এই প্রতিবাদে সামিল হতে শুরু করেছে একাধিক অবিজেপি দলগুলি।

আবার নতুন করে জোট বাঁধতে শুরু করেছে অবিজেপি দলগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়ালেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। তিনি জানিয়েছেন সিএএ এবং এনআরসি ইস্যুতে তিনি মমতাকে সমর্থন জানাবেন। দেশের গণতন্ত্রকে র'ক্ষা করতে এই দুই আইনের বিরো'ধিতা করা জ'রু'রি বলে মনে করেছেন শারদ পাওয়ার।

কয়েকদিন আগে এই ইস্যুতে অবিজেপি দলগুলির একজোট হওয়ার বার্তা দিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে চিঠি দিয়েছিলেন মমতা। সেই চিঠি প্রাপ্তির কথা জানিয়ে শারদ পাওয়ার বলেছেন তিনি মমতাকে এই ইস্যুতে সমর্থন জানাবেন। গত ২৩ ডিসেম্বর ২০১৯-এ শারদ পাওয়ার মমতার চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। 

চিঠিতে মমতা সিএএ এবং এনআরসি নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করেছেন। এবং ধর্মীয় হা'নাহা'নি এই দুই আইনের কারণে বাড়বে বলে উদ্বে'গ প্রকাশ করেছেন মমতা। সেকারণে একজোট হয়ে মোদি সরকারের বি'রু'দ্ধে এই ইস্যুতে প্র'তিবা'দ জানানোর আবেদন জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে