বুধবার, ০১ জানুয়ারী, ২০২০, ০৭:৪৮:২৫

বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে 'ইসলামি বিশ্বের অন্যতম আইকন জাকির নায়েক'

বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে 'ইসলামি বিশ্বের অন্যতম আইকন জাকির নায়েক'

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের চোখে 'পলাতক' তথা ইসলামি প্রবক্তা জাকির নায়েককে ঘিরে ফের আলো'ড়ন। মালয়েশিয়া সরকারের আশ্রয়ে থাকা জাকির সম্পর্কে পরীক্ষার প্রশ্ন এসেছে এই দেশে।

সম্প্রতি ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের প্রশ্নপত্রে জাকির নায়েককে ইসলামি বিশ্বের অন্যতম 'আইকন' উল্লেখ করা হয়। জানা গিয়েছে এবার সেই জাকিরকে নিয়েই প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়।

এতে বলা রয়েছে, জাকির নায়েক ইসলামের প্রচারে অনেক সক্রিয়। তাকে কোনও প্রশ্ন করা হলে তিনি জবাব দিতে পারেন। তবে মালয়েশিয়ায় তিনি বক্তব্য রাখতে পারেন না। একজন মালয়েশীয় হিসেবে আপনার কী মনে হয়?

এই প্রশ্ন ঘিরেই ফের বি'ত'র্ক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রশ্নে কোনও বি'ত'র্ক থাকতে পারে না। মালয়েশিয়া শিক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, কোনও বিশ্ববিদ্যালয়ের অ'ভ্য'ন্ত'রীণ শিক্ষাগত বিষয়ে তারা হ'স্তক্ষে'প করা হবে না।

এর জে'রেই বি'ত'র্ক চরমে। কারণ এর আগে বেশকিছু উত্তে'জক মন্তব্য করায় আশ্রিত জাকির নায়েকের বি'রু'দ্ধেই সরব হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির। প্রধানমন্ত্রী বলেছিলেন, মুসলিম ধর্মাবলম্বীরা মালয়েশিয়ায় সংখ্যাগু'রু হলেও কেউ অন্য ধর্মের কাউকে ক'টা'ক্ষ করতে পারবেন না।

বাংলাদেশে ২০১৬ সালে গুলশান জ'ঙ্গি হা'মলার পর উঠে আসে এই ভারতীয় ধর্মীয় প্রবক্তার নাম। তদন্তে জানা যায় জাকিরের ভিডিও বার্তায় আ'কৃ'ষ্ট হয়েছিল হা'ম'লাকারীরা। জাকির নায়েকের বি'রু'দ্ধে ভারত সরকার ক'ড়া অবস্থান নেওয়ায় তিনি প্রথমে সৌদি আরব পরে মালয়েশিয়ায় আশ্রয় নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে