বুধবার, ০১ জানুয়ারী, ২০২০, ০৮:২৫:২০

বর্ষবরণের রাতে ছাদে স্বামী-স্ত্রী মিলে ম'দ্যপান, অতঃপর স্ত্রীর রহ'স্যমৃ'ত্যু

বর্ষবরণের রাতে ছাদে স্বামী-স্ত্রী মিলে ম'দ্যপান, অতঃপর স্ত্রীর রহ'স্যমৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষ দিন। বাড়ির ছাদে রাত পর্যন্ত চলছিল খানাপিনা। স্বামী-স্ত্রী দুজনেই ম'দ্যপান করছিলেন। তবে নতুন বছর শুরুর আগেই ঘটে গেল বি'প'র্যয়। ছাদ থেকে পড়ে গিয়ে রহ'স্যমৃ'ত্যু হল স্ত্রীর। 

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার যাদবপুরের পোদ্দারনগরে। জানা গিয়েছে, মৃ'ত নারীর নাম সুইটি সূত্রধর। তবে এটা শুধুই দু'র্ঘ'টনা নাকি খু'ন? তা নিয়ে ধোঁ'য়া'শা দেখা দিয়েছে।

এই ঘটনায় স্বামী কুন্তল আচার্যকে আ'ট'ক করে তাকে দফায় দফায় জে'রা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কুন্তলের বয়ানে বিস্তর অস'ঙ্গ'তি রয়েছে। প্রতিবেশীরা দাবি করেছেন, রাত ২ টা নাগাদ ছাদ থেকে সুইটির আ'র্তনা'দ শুনতে পান তারা। 

সকালে আবার বিল্ডিংয়ের অনেক ফ্ল্যাটে গিয়ে স্ত্রীয়ের খোঁ'জ করেন স্বামী কুন্তল। সবমিলিয়ে জো'রালো হয়েছে র'হ'স্য। ঘটনার ত'দ'ন্ত শুরু করেছে পুলিশ। ফ্ল্যাটের ছাদ থেকে দু'জোড়া চটি উ'দ্ধা'র হয়েছে। 

তার মধ্যে এক জোড়া চটি পুরুষের ও এক জোড়া মহিলার। একইসঙ্গে উ'দ্ধা'র হয়েছে ম'দের বোতলও। গতকাল ওই ছাদে অন্য কোনও তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে