শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ০২:৩৮:২০

বিয়ের আসরেই কনের গো'পন ভিডিও ফাঁ'স

বিয়ের আসরেই কনের গো'পন ভিডিও ফাঁ'স

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসরেই কনের ‘কী'র্তি’ ফাঁ'স করে দিলেন বর। বিয়েতে উপস্থিত সবার সামনে থাকা প্রজেক্টরে চালিয়ে দিলেন অন্য পুরুষের সঙ্গে কনের গোপ'ন সম্পর্কের ভিডিও। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাই'রাল হয়ে গেছে সেই ভিডিও।
চীনের সোশ্যাল মিডিয়া উইবো-তে সম্প্রতি হ্যাশট্যাগ ‘ব্রাই'ড এক্স'পো'জ অ্যাট ওয়ে'ডিং’ ট্রে'ন্ডিং হয়েছে। আসলে একেকটি ভিডিওকে কেন্দ্র করে হ্যাশট্যাগ। ভিডিওটিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘু'রছে।

ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে সবাই জমা'য়েত হয়েছেন। সবার মাঝখান দিয়ে হেঁটে মঞ্চে উঠছে বর-কনে। পেছনে বাজছে মিউজিক। একটু পর মঞ্চের ঠিক পেছনের দেয়ালে একটি ভিডিও চ'লতে শুরু করে।

ভিডিও শুরুর আগে ঘোষণা করা হয়, বর-কনের প্রেমের কাহিনী তুলে ধ'রা হচ্ছে। কিন্তু পর্দায় দেখা যায়, কনের সঙ্গে বরের ভগ্নিপতির বিশেষ মুহূ'র্তের ভিডিও চলছে। সঙ্গে সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ঝগ'ড়া শুরু হয়ে যায় বর-কনের মধ্যে। বর কনেকে ধা'ক্কা দেয়, আর পাল্টা কনে তার দিকে হাতের ফুলের তোড়া ছুঁ'ড়ে ফেলে।

অনেকেই বর-কনেকে ক্যামেরাব'ন্দি করতে মোবাইলে ক্যামেরা চালু করে রেখেছিলেন। সেই ক্যামেরায় ধ'রা পড়ে পুরো ঘটনা। পরে তা ভাইরাল হয়ে যায়। উইবোতে ওই ব্যক্তি পরে বেশ কয়েকটি পোস্ট দেন।

সেখানে তিনি দাবি করেন, ওই ভিডিও তিনি সিসিটিভি থেকে পেয়েছেন। তিনি ভাবতেও পারেননি যে, এমন কিছু সামনে চলে আসবে। বিয়ে বাড়ির আয়োজন যেখানে হয়েছিল, সেই ভবনের সিসি ক্যামেরার ফুটে'জগুলো দেখছিলেন তিনি। হঠাৎ করেই দেখতে পান, হবু স্ত্রী তারই (বরের) ভগ্নিপতির সঙ্গে বিছা'নায়।

ওই ভিডিও সামনে আসার পর, কনের বাড়ির লোক ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরি'য়ে নিতে বলেন ওই যুবককে। তা না-হলে তার বিরু'দ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

ওই ঘটনার পর উভয়পক্ষের সম্পর্কের বর্তমান অবস্থা জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে