শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ০৯:১৩:৫৬

পাকিস্তানের হিন্দুদের কথা ভাবার আগে ভারতের মুসলিমদের জন্য কিছু করুন : কেজরিওয়াল

পাকিস্তানের হিন্দুদের কথা ভাবার আগে ভারতের মুসলিমদের জন্য কিছু করুন : কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে নাগরিকত্ব আইন নিয়ে প্র'তিবা'দের মুখেও সরকার নিজের অবস্থানে অ'ন'ড়। এই পরিস্থিতিতে কেন্দ্রে মোদি সরকারের ক'ড়া স'মালো'চনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, পাকিস্তানের হিন্দুদের কথা ভা'বার আগে কেন্দ্রীয় সরকার বরং দেশের মুসমানদের জন্য কিছু করুক। একইসঙ্গে বিভিন্ন রাজ্যের বিধানসভায় যেভাবে ওই আইনের বি'রু'দ্ধে প্রস্তাব পাশ হয়েছে, তাতেও আ'প'ত্তির কথা জানান ওই আপ নেতা।

তাকে প্রশ্ন করা হয়, কেরলের মতো দিল্লি বিধানসভাতেও কি নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে প্রস্তাব পাশ করানো হবে? তিনি বলেন, 'বিধানসভায় প্রস্তাব হল কি না হল তাতে কিছু যায় আসে না। পুরো দেশকেই ওই আইন বা'তি'ল করতে হবে। সংসদে আইন বা'তি'ল করতে হবে।' 

পরে তিনি প্রশ্ন করেন, 'আমাদের বিধানসভায় যদি প্রস্তাব পাশ করানো হয়, তা হলে কি আইন বাতিল হয়ে যাবে? এই সময় এমন আইন করা হল কেন বুঝতে পারছি না। 

তার কথায়, 'পাকিস্তানের হিন্দুদের প্রতি সরকার এত ভালবাসা দেখাচ্ছে, কিন্তু ভারতের হিন্দুদের প্রতি দেখাচ্ছে না কেন? অর্থনীতির অ'ব'স্থা খা'রা'প, মানুষের বাসস্থান নেই, চাকরি নেই, এমন সময় সরকার ভাবছে পাকিস্তানের দু'কোটি হিন্দুকে নাগরিকত্ব দেবে। আগে নিজের দেশের স'ম'স্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত।'

কেজরিওয়ালের মতে, নতুন আইনে হিন্দু ও মুসলমান উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। দুই ধর্মের মানুষই নাগরিকত্ব হারাবেন। এই প্রসঙ্গে নিজের এক অভিজ্ঞতার কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

তাঁর কথায়, 'কিছুদিন আগে দিল্লির বুরারি অঞ্চলে এক ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি বিহার অথবা উত্তরপ্রদেশ, কোনও একটি রাজ্য থেকে দিল্লিতে এসেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার বার্থ সার্টিফিকেট আছে কি? তিনি বললেন, আমি বাড়িতে জন্মেছিলাম। আমার বার্থ সার্টিফিকেট নেই। আমার বাবা-মায়েরও নেই। আমি তাকে বললাম, অব কেয়া করোগে? এবার তো তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে