নিউজ ডেস্ক : মার্কিন ড্রোন হা'মলায় ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহ'ত হওয়ার ঘটনায় ইরানিদের জন্য সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা মধ্যপ্রাচ্যে উ'ত্তে'জনা বাড়াবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ওই বিবৃতিতে বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ র'ক্ষায় নিঃ'স্বা'র্থভাবে কাজ করে গেছেন সুলাইমানি। ইরাকের বাগদাদ শহরে মার্কিন ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় জেনারেল তিনি নিহ'তের ঘটনায় আমরা ইরানিদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দুঃ'সা'হ'সিক পদক্ষে'প ওই অঞ্চলে উত্তে'জনা বাড়াবে।’
সুলাইমানির ওপর হা'মলার ঘটনা যুক্তরাষ্ট্রের একটি ভু'ল সিদ্ধান্ত বলে মনে করছেন রাশিয়ার বিশিষ্ট সিনেটর কনস্টন্টিন কোসাচেভ। তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এই ভু'ল সিদ্ধান্তের জন্য পরিণামে ভু'গতে হবে যুক্তরাষ্ট্রকে এবং ইরানের পারমাণবিক চুক্তি র'ক্ষায় তার সব প্রচেষ্টাকে ভেস্তে দেবে।
কোসাচেভ বলেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খ'ত'ম করে দেয়ার আ'ত্মতু'ষ্টির চেয়ে এটি একটি বড় ভু'ল বলে আমি মনে করি। আর এ ভু'লের কারণ হলো যুক্তরাষ্ট্রের একটি অভ্যাস-কোনো স'ম'স্যাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসা। যেমন, সাদ্দাম বা গাদ্দাফিকে সরাও, তাহলে সব স'ম'স্যা মিটে যাবে। কিন্তু এ ধরনের যুক্তি শুধু বাইরেই দেখানো যায়, রাজনীতিতে চলে না। এর ফল দী'র্ঘস্থা'য়ী হয় না।