আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রের বিজেপি সরকার যখন নাগরিকত্ব আইন এনে অবৈধ মুসলমানদের ভারত ছাড়া করতে চাইছে, তখন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তাদের পাশে থাকার বার্তা দিলেন।
মোদির উদ্দেশ্যে তিনি বললেন, বাংলাদেশি মুসিলমরা কি মানুষ নন। বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন, কেন তাদের তুমি তাড়িয়ে দেবে। বিজেপি সরকারের কোনও কাজ নেই। তারা শুধু অনৈতিক কাজ করছে। এসব হচ্ছে মাথা মোটা অমিত শাহের জন্যই।
অনুব্রত বলেন, যা ইচ্ছা তাই করে, অমিত শাহ। মানুষ তোমাদের জবাব দেওয়ার জন্য তৈরি আছে। এমন দিন আসছে যে মুসলিমদের তা'ড়াবার আগে মোদি-শাহদেরই দে্শ ছেড়ে চলে যেতে হবে। মোদী-শাহদের জায়গা হবে না এই ভারতে। মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে হেরেছো তোমরা, এবার তোমরা হারবে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশেও।
মোদি-শাহদের উদ্দেশ্যে মমতা দলের এই প্র্রভাবশালী নেতা বলেন, এই ভারত থেকে বিদায় নিতে হবে তোমাদেরই। তোমাদের এবার লন্ডন, আমেরিকা বা ফ্রান্সে গিয়ে আশ্রয় নিতে হবে। মোদিকে বিদেশ পালাতে হবে। ২০২৪ সালে দেশের মানুষ তোমাকে তাড়িয়ে ছাড়বে। আর মুসলিমদের কেউ তাড়াতে পারবে না। কাউকে দেশছাড়া হতে হবে না। কারণ বাংলার মানুষের সঙ্গে মমতা ব্যানার্জী আছেন। তিনি যখন আছেন আমরা কেউ আলাদা হব না। আমাদের দেশ ছাড়া করতে পারবে না কোনও শক্তি। সূত্র : ওয়ান ইন্ডিয়া