আন্তর্জাতিক ডেস্ক : ফের সাইরেন বেজে উঠলো ইরাকের রাজধানীতে। ঠিক এক দিন আগে এই বাগদাদেই মার্কিন এয়ারস্ট্রাইকে মৃ'ত্যু হয়েছে ইরানের অন্যতম সেনা কর্মকর্তা কাসেম সোলেমানির।
আর তার ঠিক পরের দিনই পরপর দুটি মিসাইল এসে পড়লো ইরাকের মার্কিন দূতাবাসের সামনে। শনিবার ইরাকের গ্রিন জোনে মিসাইল হা'ম'লা চালানো হয়েছে বলে খবর। পরপর দুটি মিসাইল এসে পড়ে মার্কিন দূতাবাসের সামনেই।
সঙ্গে সঙ্গে বেজে ওঠে সাইরেন। স'ত'র্ক করা হয় মার্কিন কূটনীতিক ও সেনাদের। উল্লেখ্য, সোলেমানির মৃ'ত্যুর পর পা'ল্টা আ'ক্রম'ণের আ'শ'ঙ্কা করে ইরাকে বিরাট সংখ্যক সৈন্য মোতায়েন করেছে আমেরিকা।
এদিকে, আবার বাগদাদের ইরানি দূতাবাসের উপর মার্কিন কপ্টার ঘুরেছে। পারস্য উপসাগরীয় এলাকায় ফের যু'দ্ধ যু'দ্ধ হাওয়া। এরই মধ্যে ফের আমেরিকার বি'রু'দ্ধে ক'ড়া হু'শিয়া'রি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।