বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৭:০৬:১০

ভারতে 'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'আজাদি' ধ্বনি

ভারতে 'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'আজাদি' ধ্বনি

আন্তর্জাতিক ডেস্ক : বি'চ্ছি'ন্ন, অথচ দৃঢ়। এখনও তেমন উচ্চকিত নয়। কিন্তু সম্ভাবনাময়। 'জয় শ্রীরাম' ধ্বনি যখন গ্রা'স করছে চারপাশের অনেক কিছুই, তখন নিজের মতো করে আরও একটি স্লো'গান তৈরি হচ্ছে ক্র'ম'শ পাল্টে যাওয়া এই দেশে। 

যে দেশে প্রতিবেশী এখন নি'ছ'ক প্রতিবেশী নন, তিনি হিন্দু না মুসলিম—সেই পরিচয়টাও গুরুত্ব পাচ্ছে, তখন বি'ভা'জনের সেই সরণির মধ্যেই একটি নতুন স্লো'গা'ন আশা দেখাচ্ছে বলে মনে করছেন বি'দ্ব'জ্জনেদের একাংশ। একটি শব্দের সেই স্লো'গা'নটি হল— 'আজাদি'!

বি'দ্ব'জ্জনেরা জানাচ্ছেন, উ'গ্র হিন্দুত্ববা'দ থেকে মুক্ত হওয়ার এই ডাক ক্র'ম'শ ছড়িয়ে পড়ছে দেশে। যদিও 'জয় শ্রীরামে'র প্র'তিস্প'র্ধী হিসেবে এই 'আজাদি' স্লো'গা'ন কতটা জায়গা করে নেবে, তা আগামী ভারতই বলবে বলে মনে করছেন অনেকে।

ইতিহাসবিদ রজতকান্ত রায় মনে করেন, এই মুহূর্তে যারা 'আজাদি' স্লো'গা'ন দিচ্ছেন তারা মূলত শিক্ষিত, সচেতন মানুষ। কিন্তু 'জয় শ্রীরাম' স্লো'গা'ন যারা ব্যবহার করছেন, সংখ্যায় তারা অনেক বেশি এবং মূলত একটি রাজনৈতিক দলের সমর্থক। ফলে 'জয় শ্রীরাম' এবং 'আজাদি' স্লো'গানের মধ্যে কোনটা শেষ পর্যন্ত জিতবে, তা বলা শ'ক্ত। 

রজতকান্তবাবুর কথায়, 'আজাদি যারা বলছেন, তারা যদি জয়লাভ না করতে পারেন, তা হলে কিন্তু শ্রীরামের ভারতবর্ষ ন'ষ্ট হয়ে যাবে। রাম যা-যা করতে চাইতেন না, সেই না-করতে-চাওয়াগুলি নিয়েই বর্তমানে একটা কুশ্রী ভারতবর্ষ জন্মাবে। এমনিতে আজাদি ভিন্ন প্রেক্ষিতে ব্যবহার হতে পারে। কিন্তু বর্তমান ভারতের ক্ষেত্রে এই স্লো'গানের একটা বড় সম্ভাবনা রয়েছে।

বি'দ্ব'জ্জনেদের একাংশ আবার বলছেন, 'জয় শ্রীরাম' ধ্বনি যেখানে উ'গ্র হিন্দুত্ববাদের প্রতীক হয়ে উঠেছে, সেখানে আদতে ফারসি শব্দ 'আজাদি'র বহু-ব্যবহার এ দেশের বৈচিত্র্যকেই মনে করিয়ে দিচ্ছে।

শিক্ষাবিদ সৌরীন ভট্টাচার্য বলেন, 'জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে দেশকে এক বিশেষ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই দিকটা আ'রো'প করা হচ্ছে আমাদের উপরে। এমনিতে রাম নিয়ে তো কোনওকালেই সমস্যা নেই, কিন্তু স'ম'স্যা হচ্ছে রামকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে। জয় শ্রীরামের মধ্যে একটা উ'গ্র হিন্দুত্ববা'দের আ'স্ফা'লন রয়েছে, সেখানে আজাদি কিন্তু দেশের বৈচিত্র্যের কথা বলছে।'

বর্তমান পরিস্থিতিতে 'আজাদি' স্লো'গানের ব্যবহার যেন দেশের 'স্বাধীনতা আন্দোলন' হয়ে উঠেছে, যেখানে ছাত্র-যুবসমাজ বর্তমান ধ'র্মা'ন্ধতা, সা'ম্প্র'দা'য়িকতা, উ'গ্র হিন্দুত্ববাদের হাত থেকে স্বাধীনতা চাইছে। এমনটাই মনে করছেন কবি জয় গোস্বামী। 

তার কথায়, 'জয় শ্রীরাম ধ্বনি একটা হিং'সাত্ম'ক স্লো'গা'ন। কিন্তু আ'জা'দি স্লোগানটির মাধ্যমে একটা বড় অ'ভ্যু'ত্থান হবে বলেই আমি বিশ্বাস করি।'

'জয় শ্রীরাম' ধ্বনি যারা বলছে, তারা অনেক সংগঠিত, সংখ্যায় অনেক বেশি। কিন্তু তার মধ্যেই তৈরি হচ্ছে 'আজাদি'র বি'চ্ছি'ন্ন ভূ'খ'ণ্ড। যেগুলি এক হলে দেশ ফিরে যাবে তার পুরানো পরিচয়ে, যেখানে ধ'র্মা'ন্ধতা বা সা'ম্প্র'দা'য়িকতা নয়, মুখ্য হয়ে উঠবে বৈচিত্রের মধ্যে ঐক্য— এই বিশ্বাস দৃঢ় হচ্ছে বলেই মনে করছেন অনেকে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে