বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৭:৪৬:১৯

ইরানে ভ'য়াব'হ বিমান দু'র্ঘ'টনা, ১৭৬ জনের মৃ'ত্যু

ইরানে ভ'য়াব'হ বিমান দু'র্ঘ'টনা, ১৭৬ জনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানে ভ'য়'ঙ্ক'র বিমান দু'র্ঘ'টনায় ১৭৬ জন যাত্রীর মৃ'ত্যু হয়েছে৷ ইরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ও'ড়া'র পরপরই যা'ন্ত্রি'ক ত্রু'টির কারণে ভে'ঙে পড়ে বিমান৷ আ'গু'ন ধ'রে যায় বিমানটিতে৷ 

ইউক্রে'ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ বিমানে থাকা প্রায় ১৭০জন যাত্রী সহ ৬ বিমানকর্মীদের মৃ'ত্যু হয়েছে বলে জানানো হয়৷ তেহরান থেকে ইউক্রে'ন পা'ড়ি দিচ্ছিল বিমানটি৷ তবে স্থানীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ঘট'নাস্থ'লে কর্মী পাঠিয়েছেন৷

খোঁ'জ নেওয়ার চে'ষ্টা চ'ল'ছে যে কেউ বেঁ'চে রয়েছেন কিনা৷ বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন৷ কিয়েভের উদ্দেশ্য উ'ড়েছিল বিমনটি৷ অন্যদিকে আজ সকাল থেকে উ'ত্ত'প্ত রয়েছে ইরানের রাজনৈতিক প'রিস্থি'তি৷ সেনা প্রধান সুলেমানির হ'ত্যার ব'দ'লার নিতে মুখি'য়ে ছিল ইরান সরকার৷ 

সেই মো'তাবে'ক বুধবার ভোরে মার্কিন সেনা বে'সক্যা'ম্পে হা'ম'লা চা'লায় ইরান সেনা৷ ইরাকে অবস্থিত দু'টি মার্কিন বে'স ক্যা'ম্পে মি'সা'ইল ছোঁ'ড়া হয়৷ তবে আ'ঘা'তের পরিমাণ কতটা জো'রা'লো হয়েছে তা অবশ্য জানা যায়নি ৷ কিন্তু এসবের মধ্যেই ইরানে ঘ'টে চলেছে দু'র্ঘ'টনা৷ প্রথমে তেহরানে ১৮০ জন যাত্রী নিয়ে ভে'ঙে পড়ল বিমান৷ তারপরই ভূমিক'ম্পে কেঁ'পে উ'ঠ'ল ইরান৷ সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে