বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:০৮:০৭

এই এলাকা থেকে যুক্তরাষ্ট্রের পা কে'টে দেয়া হবে: হাসান রুহানি

এই এলাকা থেকে যুক্তরাষ্ট্রের পা কে'টে দেয়া হবে: হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃ'ত্যুর জেরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বি'তা'ড়িত করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁ'শি'য়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বুধবার (৪ জানুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, তোমরা সোলাইমানির দে'হ থেকে তার হাত কে'টে দিয়েছ, এই অঞ্চল থেকে তোমাদের পা কে'টে ফেলা হবে। ইরানের ফার্স নিউজের বরাতে বিবিসি ও আল জাজিরা এ খবর দিয়েছে।

বুধবার ভোরে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁ'টি ‘আইন আল-আসাদের’ ওপর ক্ষে'প'ণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, ইরাকের আল-আসাদ মার্কিন ঘাঁ'টির পাশাপাশি ইরবিল মার্কিন ঘা'টিতেঁও আ'ঘা'ত হা'নে ইরানের মিসাইল।

আইআরজিসি বুধবার ভোররাতে এক বিবৃতিতে বলেছে, লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর আ'গ্রা'সী মার্কিন সেনাদের স'ন্ত্রা'সী ও অ'পরা'ধমূল'ক হা'মলা'র ক'ঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁ'টিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।

অভিযানটির নাম দেয়া হয়েছে ‘শহীদ সোলাইমানি’ এবং এই অভিযানের মাধ্যমে যে ‘বিজয়’ অর্জিত হয়েছে বলে আইআরজিসির বিবৃতিতে দাবি করে ইরানের মুসলিম জাতিকে অভিনন্দন জানানো হয়েছে। জেনারেল সোলাইমানিকে হ'ত্যা'র কা'পুরু'ষোচিত পদক্ষেপের ‘ক'ঠো'র প্র'তি'শো'ধ’ নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, বিবৃতি আইআরজিসির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে