বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:১১:১৯

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তে'জনার মধ্যেই হঠাৎ তুরস্কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ইরান-যুক্তরাষ্ট্রের  উত্তে'জনার মধ্যেই হঠাৎ তুরস্কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাম'লায় ইরানের ক্ষম'তাধ'র জেনারেল কাসেম সোলেইমানি হ'ত্যার পর তেহরান-ওয়াশিংটন সাম'রিক উ'ত্তে'জ'নার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ'ঠাৎ সিরিয়া সফর আসেন। সিরিয়া সফর শেষে পুতিন এখন তুরস্কে। সেখানে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এদিকে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সানার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার এক ঝ'টি'কা সফরে সিরিয়ার রাজধানী দামে'স্কে আসেন প্রেসিডিন্ট পুতিন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সিরিয়ার বর্তমান অব'স্থা নিয়ে বৈঠক করা ছাড়াও দেশটিতে মো'তায়েন রুশ সেনাদের সঙ্গে সাক্ষা'ত করেন।
 
এরপর সিরিয়া সফর শেষে পুতিন বুধবার তুরস্কে যান। সেখানে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আঞ্চ'লিক পরিস্থি'তি নিয়ে বৈঠক করা ছাড়াও ‘তু'র্কিস্ট্রি'ম’ নামে দুই দেশের একটি যৌথ তেলপাইপ লাইন প্রকল্পে'র উদ্বোধন করবেন। যৌথ ওই প্রকল্পের মাধ্যমে রাশিয়াসহ ইউরোপে তুরস্ক থেক তেল সরবরাহ করা হবে।

এদিকে সানার প্রতিবেদন অনুযায়ী, সিরিয়া পৌঁছে পুতিন রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন। দামেস্কে রুশ বাহিনীর কমা'ন্ড সেন্টারে দুনেতা বৈঠক করেন। গতকাল মঙ্গলবার পুতিনকে বহনকারী বিমানটি রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবত'রণ করে।

এ ব্যাপারে রাশিয়া টুডে বলেছে, বৈঠকে দুই নেতা সাম'রিক কর্মকর্তাদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। রুশ প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলেন যে, সাদা চোখেই দেখা যাচ্ছে রাজধানী দামেস্কে শান্তিপূর্ণ জীবন যাপন চলছে।

এদিকে তুর্কি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এরদোয়ান ও পুতিন সিরিয়া এবং লিবিয়ার বর্তমান পরিস্থি'তি নিয়ে আলোচনা করবেন বলে ধা'রণা করা হচ্ছে। এছাড়া ইরাক ও ইরানসহ মধ্যপ্রাচ্যে যে চর'ম উ'ত্তেজ'না তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা করবেন দুই নেতা। ই’রানের শী'র্ষ জেনারেল সোলেইমানিকে হ'ত্যা’র পর মার্কিন-ইরানের মধ্যে এই উ'ত্তেজ'না।

এর আগে গত ৩ জানুয়ারি ভোরে মার্কিন বিমান বাহিনী অনেকটা চো'রাগো'প্তা কা'য়দা'য় ইরানের বিপ্ল'বী গা'র্ডের অভিজাত শাখা কুদস্ ফো'র্সের প্রধান জেনারেল সোলেইমানির গাড়িতে হা'মলা চালিয়ে তাকে হ'ত্যা করে। ওই হ'ত্যাকা'ণ্ডের পর ইরানের প'ক্ষ থেকে ‘ক'ঠো'র প্রতি'শো'ধের’ হুম'কি দেয়া হয় যুক্তরাষ্ট্রকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে