বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:৪৯:৪৭

মিসা'ইল হা'মলা স্রেফ থা'প্পড় ছিল, বড় ব'দলা এখনও বাকি : খামেনি

মিসা'ইল হা'মলা স্রেফ থা'প্পড় ছিল, বড় ব'দলা এখনও বাকি : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : সেনাপ্রধান সোলেমানির হ'ত্যার ব'দ'লা নিয়ে ইরাকে মার্কিন সেনার ব্যবহৃত ঘাঁ'টি ল'ক্ষ্য করে ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা করেছে ইরান। তেহরানের দাবি, হা'ম'লায় '৮০ মার্কিন জ'ঙ্গি' নি'হ'ত। যদিও হা'মলায় কোনও মার্কিন নাগরিকের ক্ষ'তি হয়নি বলে পা'ল্টা দাবি করেছে ওয়াশিংটন। 

দুই দেশের চ'র'ম সং'ঘা'তের মধ্যেই ফে'র একবার হুঁ'শি'য়া'রি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি। তার হু'ম'কি, 'এটা তো (মি'সা'ইল হা'ম'লা) শুধু আমেরিকার গালে থা'প্প'ড় ছিল। বড় ব'দ'লা এখনও বাকি।'

জাতির উদ্দেশে ভাষণে আমেরিকানদের 'মি'থ্যুক' তো'প দে'গে দেশের সর্বোচ্চ নেতার অভিযোগ, 'জেনারেল কাসেম সোলেমানিকে স'ন্ত্রা'সবা'দী তক'মা দিতে চেয়েছিল আমেরিকা।' দেশের নাগরিকদের উদ্দেশে খামেনির পরামর্শ, 'আরও শ'ক্তিশা'লী হয়ে উঠুন। যাতে শ'ত্রু'রা ক্ষ'তি করতে না পারে। আমেরিকা কিন্তু ইরানের সঙ্গে শ'ত্রু'তা মেটাবে না।'

এদিকে, ইরাকে মার্কিন সেনাঘাঁ'টিতে ইরানের হা'ম'লার নি'ন্দা করেছে ব্রিটেন ও জার্মানি। তবে ইরানের সর্বোচ্চ নেতার কথায়, 'এর জন্য আমেরিকাই দা'য়ী। ওই দেশের দু'র্নী'তিগ্র'স্ত শাস'নের অব'সান দরকার।' আয়াতোল্লা আলি খামেনেইয়ের কথার মধ্যেই 'আমেরিকার মৃ'ত্যু' ও 'ইজরায়েলের মৃ'ত্যু' ধ্ব'নি শোনা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে