আন্তর্জতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি সে’নাকে মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে হবে, তাদেরকে বি'তাড়িত করা হবে’ বুধবার ই’রাকে দুটি মা’র্কিন সামরিক ঘাঁ'টিতে ই’রানের ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
এ সময় আয়াতুল্লাহ খা’মেনী বলেন, এ অঞ্চলে কোনো ভাবেই যুক্তরাষ্ট্রের কাউকে ই’রান আর দেখতে চায় না। এ সময় গত শুক্রবার মা’র্কিন ড্রোন হা’ম’লায় নি’হ’ত লে. জেনারেল কাসেম সো’লাইমানিকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেন।
খা’মেনী আরও বলেন, সো’লাইমানির মৃ’ত্যু’ মানেই বি'প্লব শেষ হয়ে যায়নি। ই’রানের শী’র্ষস্থানীয় সে’না কর্মকর্তা জেনারেল কা’সেম সো’লাইমানিকে হ’ত্যা’র বদ'লা নিতে ই’রাকে মা’র্কিন সামরিক স্থাপনায় হা’ম’লা চালিয়েছে ই’রান। বুধবার দুটি মা’র্কিন সামরিক ঘাঁ’টিতে প্রায় ২২টি ক্ষে’প’ণা’স্ত্র নিক্ষেপ করে ই’রানি বা’হিনী।
ই’রানের এই মিসাইল হা’ম’লায় অন্তত ৮০ জন মা’র্কিন সে’না নি’হ’ত এবং আরও ২০০ জন আ’হ'ত হয়েছেন বলে ই’রানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে।