বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ১০:০৬:৫৭

মার্কিন সামরিক ঘাঁ'টিতে ইরানের হা'ম'লার ঘটনাকে সমর্থন দিয়ে স্বাগত জানাল লেবাননের ওলামা পরিষদ

মার্কিন সামরিক ঘাঁ'টিতে ইরানের হা'ম'লার ঘটনাকে সমর্থন দিয়ে স্বাগত জানাল লেবাননের ওলামা পরিষদ

আন্তর্জতিক ডেস্ক : সম্প্রতি ইরাকে মার্কিন দুটি সামরিক ঘাঁ'টিতে ইরানের হা'মলা'র ঘটনাকে সমর্থন দিয়ে স্বাগত জানিয়েছে লেবাননের ওলামা পরিষদ। লেবাননের ওলামা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে মার্কিন হা'ম'লায় হ'ত্যার প্র'তিশো'ধ নেয়ার অধিকার তার দেশের রয়েছে।

আর সে কারণে ইরাকে মার্কিন ঘাঁ'টিতে হা'ম'লা চা'লিয়ে অন্তত ৮০ জন মার্কিন সেনা ও দুই শতাধিক আহ'তের ঘটনাকে বৈরুতের আলেমরা স্বাগত জানাচ্ছেন।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান-ইরাকে সোলাইমানি ও কমান্ডার আবু মাহদির প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনাটি ঐতিহাসিক। গ'ণহা'রে যুক্তরাষ্ট্রকে ব'য়ক'ট করা হবে বলেও মনে করেন তারা।

এ ব্যাপারে আলেমরা বলেন, ‘মার্কিন দুটি ঘাঁ'টি ল'ক্ষ্য করে ২২টি ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষে'প করেছে ইরান। শিগগিরই অন্য দিক থেকেও জবাব দেওয়া হবে প্রত্যাশা আলেমদের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে