আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক'মা'ন্ডার কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে বুধবার হা'ম'লা চালিয়েছে তেহরান। এরপরই এ দিন ইরানের বি'রু'দ্ধে এ হা'ম'লার নি'ন্দা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ সময় হাউস অব কমন্সে সোলাইমানিকে হ'ত্যায় ইরানের প্র'তিশো'ধের মন্তব্য করতে গিয়ে বরিস বলেন, সোলাইমানির হাতে ব্রিটিশ সেনাদের র'ক্ত লেগেছিল। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ হামলাকে 'বে'পরো'য়া ও বি'প'দজ্জ'নক' বলেও উল্লেখ করেন।
এ দিন যুক্তরাজ্যের নিন্মকক্ষ হাউস অব কমন্সে সাপ্তাহিক অধিবেশনে প্রশ্নের জবাবে জনসন বলেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানি যাকে গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনী ড্রো'ন হা'ম'লায় হ'ত্যা করা হয়েছে, তিনি হু'তি বিদ্রো'হী, হি'জ'বু'ল্লা'হ এবং সিরিয়ার আসাদ সরকারকে সমর্থনসহ ব্রিটিশ সেনাবাহিনীর ওপর হা'ম'লার প'রি'ক'ল্প'নায় জড়িত ছিলেন।