আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্ল'বী গার্ড বাহিনীর কুদস ফোর্সের জেনারেল কাশেম সোলাইমানিকে হ'ত্যার পর বুধবার (০৮ জানুয়ারি) প্রতিশো'ধমূলক হাম'লা চালিয়েছে ইরান। ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে ২২টি ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালায় তেহরান।
এদিকে দুটি মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে হাম'লার পর ইরানের ড্রো'ন হা'মলা আত'ঙ্কে ভুগ'ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সাম'রিক স্থাপ'নাগুলোতে হাম'লা চালানোর ল'ক্ষ্যে ব্যা'পক প্রস্তুতি নিচ্ছে তেহরান। মোতায়েন করছে সাম'রিক সাজ-সরঞ্জা'ম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, টা'নটা'ন যু'দ্ধ উত্তে'জনার মধ্যে নিরাপ'ত্তা ঝুঁ'কিতে ভী'তসন্ত্র'স্ত সময় পার করছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁ'টি ও এ অঞ্চলে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনা।সম্ভা'ব্য ড্রো'ন হাম'লা প্রতিরো'ধে সেনাদের সর্বোচ্চ সত'র্ক থাকতে বলেছে মার্কিন প্রতির'ক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে সত'র্ক রাখা হয়েছে আকাশ প্রতির'ক্ষা ব্যবস্থা ও যু'দ্ধবিমানগুলো।
ইরানি কোনো ড্রো'ন দেখলেই গু'লি করে ভূপা'তিত করারও নির্দেশ দেয়া হয়েছে।হাম'লা আসন্ন বুঝতে পেরে সোমবার রাত থেকেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁ'টি ও সেনাদের কান খা'ড়া রাখার নির্দেশ দেয়া হয়।