বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০২:২৭:০৮

অ'তর্কি'ত হা'মলায় ২০ সেনা নিহ'ত, শহরটির প্রায় ৭৫০টি বাড়ি ক্ষ'তিগ্র'স্ত

অ'তর্কি'ত হা'মলায় ২০ সেনা নিহ'ত, শহরটির প্রায় ৭৫০টি বাড়ি ক্ষ'তিগ্র'স্ত

আন্তর্জতিক ডেস্ক : জ'ঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকান শাখা (আইএসডাব্লিউএপি) নাইজেরিয়ায় হা'মলা চা'লিয়েছে । এই হা'মলায় ২০ সেনাসদস্য নিহ'ত হয়েছেন। এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১ হাজার বাসিন্দা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মঙ্গুনো শহরে এ ঘটনা ঘটেছে।

বুধবার স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।  জানা গেছে, জ'ঙ্গিরা মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গুনো শহরে প্রবেশ করে। এরপর তারা সেনাদের ওপর অ'তর্কি'ত হা'মলা চা'লায়। এ ঘটনায় শহরটির প্রায় ৭৫০টি বাড়ি ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। 

নাইজেরিয়ার সেনাবাহিনী হা'মলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি। ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকান শাখা (আইএসডাব্লিউএপি) ওই হা'মলা'র দা'য় স্বী'কার করে বিবৃতি দিয়েছে । 

আইএসডাব্লিউএপি-এর পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীর ৩টি ব'হরে হা'মলা চা'লিয়েছে তারা। একইসাথে গাড়ি বো'মা হা'মলা এবং অ'স্ত্র লু'টের কথাও স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। 

প্রসঙ্গত, ২০১৬ সালে নাইজেরিয়ার জ'ঙ্গি সংগঠন বোকো হা'রাম থেকে আলাদা হয়ে  প্রতিষ্ঠিত হয় ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকান শাখা-আইএসডাব্লিউএপি।
সূত্র : রয়টার্স 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে