বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০৪:০৩:৩১

ইরানের ভ'য়াব'হ ক্ষে’প’ণা’স্ত্র হা’মলা, হাসপাতালে ভর্তি ২২৪ মা’র্কিন সেনা

ইরানের ভ'য়াব'হ ক্ষে’প’ণা’স্ত্র হা’মলা, হাসপাতালে ভর্তি ২২৪ মা’র্কিন সেনা

আন্তর্জতিক ডেস্ক : ইরানের ভ'য়া'বহ ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লায় ই’রাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মা’র্কিন বি’মান ঘাঁ'টি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা স'ম্পূর্ণ ধ্বং’স হয়ে গেছে বলে একটি ই’রাকি সূত্র জানিয়েছে।

ওই সূত্রের বরাত দিয়ে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষে’প’ণা’স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ই’রানি ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লা ঠে'কাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার কারণে মা’র্কিন ঘাঁ'টিতে অবস্থিত ক্ষে’প’ণা’স্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বং’স হয়ে গেছে। এদিকে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, বুধবার ইরাক থেকে ২২৪ আ’হত মা’র্কিন সে’নাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সে’না ই’রানের ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লায় আ’হ'ত হয়েছেন।

ই’রানের ইসলামি বিপ্লবী গার্ড বা’হিনী বুধবার ভোররাতে ই’রাকে অবস্থিত মা’র্কিন সাম’রিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর অসংখ্য ক্ষে’প’ণা’স্ত্র নি'ক্ষেপ করে। ওই হা’ম’লায় অন্তত ৮০ জন মা’র্কিন সে’না নি’হ'ত ও দুই শতাধিক সে’না আহ'ত হয়েছে বলে ই’রানের তরফ থেকে দাবি করা হয়।

জেনারেল সো’লেইমানির হ’ত্যা’র প্র'তিশো'ধ হিসেবেই বুধবার মা’র্কিন দুটি ঘাঁ’টিতে হা’ম’লা চা'লায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, বুধবার ভোরের ওই ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লায় মা’র্কিন ঘাঁ’টিতে হতা’হত হওয়ার খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে