আন্তর্জতিক ডেস্ক : গত মঙ্গলবার সোলাইমানি হ’ত্যা’র প্র’তিশো'ধ হিসেবে ইরাকের দুটি মা’র্কিন সেনাঘাঁ'টিতে হা’ম’লা চা'লায় ইরান। শুধু তাই নয়, সো’লাইমানিকে তাঁর নিজ শহর কারমানে দা’ফনের কয়েক ঘণ্টা পরই এই হা’ম’লা চালা'নো হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।।
প্র’তিশো'ধমূ'লক হা’ম’লার পর ই’রানি প্রেসিডেন্ট রু’হানি টেলিভিশনে বলেন, ‘আমেরিকা যদি একটি অ'পরা'ধ করে, তবে তাদের জেনে রাখা উচিত যে, এর জন্য তারা ক'ড়া জবাব পাবে। তারা যদি জ্ঞানী হয়, মাথায় ঘিলু থাকলে তারা এ অবস্থায় আর কোনো পদক্ষেপ নেবে না।’
এ প্রসঙ্গে ই’রানি প্রেসিডেন্ট বলেছেন, সো’লাই’মানিকে হ’ত্যা’র মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ‘হাত’ কে'টেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘পা’ কা'টাই হবে তার প্র’তিশো'ধ।