বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ১১:২৬:৫২

ইরানের হা'মলায় নতুন এক বিপদে ট্রাম্প!

ইরানের হা'মলায় নতুন এক বিপদে ট্রাম্প!

আন্তর্জতিক ডেস্ক : ইরানের হা'মলায় নতুন এক বিপদে ট্রাম্প! ইরাকে থাকা মার্কিন দুটি সেনা ঘাঁ'টিতে ইরানের ২২টি ক্ষে'পণা'স্ত্র হা'মলার ঘটনায় বড় ধর'নের বিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার নির্দেশেই ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হ'ত্যা করা হয়। সোলাইমানির দা'ফনের আগেই প্র'তিশো'ধ নেয় ইরান।

মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক সম্পাদকীয়তে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ইরান ফাঁ'কা বুলি হিসেবে বিবেচনা করেছে এবং তার হু'মকি'কে উ'ড়িয়ে দিয়ে তাদের সোলাইমানি হ'ত্যার জবাব দিয়েছে।

আরো বলা হয়েছে, জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার ব্যাপারে ট্রাম্পের রাজনৈতিক ঘনিষ্ঠরা যে কথাবার্তা বলে আসছিলেন। তেহরানের হা'মলা'র মাধ্যমে সেই বক্তব্য চু'রমা'র হয়ে গেছে।

সিএনএন বলছে, কাসেম সোলাইমানিকে হ'ত্যা করার পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ভ'য়াব'হ যু'দ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এই প্রথমমারের মতো এ ধরনের অবস্থা তৈরি হলো। যদি যু'দ্ধ শুরু হয় তাহলে তা হবে ট্রাম্পের নিজের সৃষ্টি করার জন্য। তিনি যে ‘যুক্তরাষ্ট্র প্রথম’ স্লোগানকে সামনে রেখে কাজ করতে চেয়েছিলেন, সেই উদ্যোগ হু'মকি'র মুখে পড়বে।

ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যেই ইরানের সাথে যু'দ্ধ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জীবনকে ছি'ন্নভি'ন্ন করে দিতে পারে। এছাড়া, সম্ভাব্য যু'দ্ধ ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে