শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ১২:৫০:০২

ইরান-ইরাকে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক

ইরান-ইরাকে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইরাকে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক ও পেগাসাস এয়ারলাইন্স। ইরাকে অবস্থিত মার্কিন স্থাপ'নায় ইরানের হাম'লার ঘটনায় নিরাপ'ত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা ফ্লাইট চলাচল স্থগি'ত রাখে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্ক ও পেগাসাস কর্তৃপক্ষ এ কথা জানায়। এতে বলা হয় বৃহস্পতিবার রাত থেকে এসব দেশে তাদের ফ্লাইট চলাচল করবে।

সূত্রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, বৃহস্পতিবার রাতে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে ছে'ড়ে যাবে। পাশাপাশি পেগাসাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট একই বিমানবন্দর থেকে ছে'ড়ে যাবে বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়।

প্রসঙ্গত, ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্রতিশো'ধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালায় তেহরান। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তে'জনা চলে আসছে।
এমন পরিস্থি'তে নিরাপ'ত্তার অ'জুহাতে ইরাক ও ইরানে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকারী সংস্থা তাদের নির্ধারিত সিডিউল অনির্দি'ষ্ট কালের জন্য বা'তিল করে। তবে পরিস্থি'তি অনু'কূলে থাকলে এসব দেশে ফের ফ্লাইট চালুর কথাও জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে