শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ০১:০৪:০৯

ইরানে বাস দুর্ঘ'টনায় অন্তত ২০ জনের মৃত্যু

ইরানে বাস দুর্ঘ'টনায় অন্তত ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে বাস দুর্ঘ'টনায় অন্তত ২০ জনের মৃত্যু এবং আরও ২৪ জন আহ'ত হয়েছেন। রাজধানী তেহরান থেকে দেশটির গোলেস্তান প্রদেশের গোনবাদের উদ্দেশে ছে'ড়ে যাওয়া একটি বাস পথে দুর্ঘ'টনার কব'লে পড়লে এই হ'তাহ'তের ঘটনা ঘটে।ইরানের স্থানীয় দৈনিক ইন্তেখাবের বরাতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

তুর্কমেনিস্তা'ন সীমা'ন্ত লাগো'য়া ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় গোলেস্তা'ন প্রদেশের গোনবাদ নামক ওই এলাকা রাজধানী তেহরান থেকে ৫০০ কিলোমিটার দূরে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, জানালাভা'ঙা একটি বাস মহসড়কের একপাশে উ'ল্টে পড়ে রয়েছে।কর্তৃপক্ষের বরাতে তেহরানভিত্তিক দৈনিক শারাগের এক অনলাইন প্রতিবেদনে বলা জানানো হয়েছে, যান্ত্রি'ক ত্রু'টির কারণে বাসটি নিয়ন্ত্র'ণ হারালে দুর্ঘ'টনার কব'লে পড়ে। ইরানিয়ান লেবার নিউজ এজেন্সিও (ইলনা) মাজানদারান প্রাদেশিক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলছে, যান্ত্রি'ক ত্রু'টিই এই ভ'য়াব'হ দুর্ঘ'টনার কারণে।

দুর্ঘ'টনাস্থ'লের এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইরানের জরু'রি সেবা বিভাগের দুর্ঘ'টনাকব'লিত বাসটির ভেতর থেকে হ'তাহ'ত যাত্রীদের বে'র করে আনছেন। এছাড়া মেডিকেল বিভাগের কর্মীরা আহ'ত যাত্রীদের সবাইকে একই অ্যাম্বু'লেন্সে তোলার চেষ্টা করছেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দেয়া হিসাব অনুযায়ী, ইরানে গড়ে যে সড়ক দুর্ঘ'টনা ঘটে তা গোটা বিশ্বের সড়ক দুর্ঘ'টনায় তুলনায় ২০ গুণ বেশি। দূর্ব'ল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং আইনপ্রয়োগকারী সংস্থার অবহে'লার এসব দুর্ঘ'টনা মো'কাবি'লার বড় অন্ত'রায়।সংস্থাটির দেয়া হিসাব অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘ'টনায় নিহ'ত দুজনের ম'রদেহ একটি ব্যাগে করে বহ'ন করা হয়।

২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল ট্রিবিউনের প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, ইরানে প্রতি প্রতিবছর সড়ক দুর্ঘ'টনায় ২০ হাজারের বেশি মানুষ নিহ'ত এবং আহ'ত হয় ৮ লাখ মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে