শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ০১:০৪:১০

তেহরানে ট'র-এম১ ক্ষে'পণা'স্ত্র হা'মলায় ১৭৬ যাত্রী নিয়ে বি'ধ্ব'স্ত হয় ইউক্রে'নের বিমানটি!

তেহরানে ট'র-এম১ ক্ষে'পণা'স্ত্র হা'মলায় ১৭৬ যাত্রী নিয়ে বি'ধ্ব'স্ত হয় ইউক্রে'নের বিমানটি!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছে ১৭৬ যাত্রী নিয়ে বি'ধ্ব'স্ত হয় ইউক্রে'নের বিমানটিকে বিমানবি'রো'ধী ক্ষে'পণা'স্ত্র দ্বা'রা আ'ঘা'ত করা হয়েছিল বলে গোয়ে'ন্দা প্রতিবে'দনে উঠে এসেছে।

নিউজউইকের এক প্রতিবে'দনে এ ত'থ্য জানানো হয়েছে। প্রতিবে'দনে বলা হয়, ইউক্রে'নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইরাকি গোয়ে'ন্দা কর্মকর্তারা বলেছেন, ইরানের রাজধানী তেহরানের ঠিক বাইরে ইউক্রে'নের যে বিমান বি'ধ্ব'স্ত হয়েছে, সেটি একটি বিমানবিরো'ধী ক্ষে'পণা'স্ত্র দ্বারা আ'ঘা'ত করা হয়েছিল।

এই বিমানটিকে রাশিয়া নির্মিত ট'র-এম১ ক্ষে'পণা'স্ত্র দ্বা'রা আ'ঘা'ত করা হয় বলে ধা'রণা করা হচ্ছে। পে'ন্টাগন ও মার্কিন গোয়ে'ন্দা বিভাগের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন যে, পে'ন্টাগনের মূল্যায়ন হলো ঘটনাটি দু'র্ঘট'নাজ'নক ছিল।

সূত্র জানায়, গত সপ্তাহে ইরানের বিপ্ল'বী গা'র্ড কুদস ফো'র্সের কমা'ন্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানির হ'ত্যার প্র'তিক্রি'য়ায় ইরানের অ্যা'ন্টি-এয়া'রক্রা'ফ্ট মি'সা'ইল স'ক্রি'য় ছিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমা'ন্ড বিষয়টি নিয়ে কোনো মন্ত'ব্য করতে রাজি হয়নি। জাতীয় সু'র'ক্ষা কাউ'ন্সিল বা স্টে'ট ডিপা'র্টমে'ন্ট থেকে কোনো জ'বা'ব পাওয়া যায় হয়নি।

এর আগে বুধবার সকালে তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছে ১৭৬ যাত্রী নিয়ে বি'ধ্ব'স্ত হয় ইউক্রে'নের একটি যাত্রীবাহী বিমান। দু'র্ঘ'টনায় বিমানের কোনো আ'রো'হীই বেঁ'চে নেই। ওই দু'র্ঘ'টনা তদ'ন্ত করছেন ইরানি কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ইউক্রে'নের ওই যাত্রীবাহী বিমানটি তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বি'ধ্ব'স্ত হওয়ার আগেই এতে আ'গু'ন ধ'রে গিয়েছিল। সূত্র : দ্য গার্ডিয়ান, নিউজউইক, সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে