আন্তর্জাতিক ডেস্ক: ইহু'দিবা'দী ইসরায়েলের দৈনিক পত্রিকার একজন সাংবাদিক ইরানের ক্ষে'পণা'স্ত্র হাম'লায় মার্কিন সাম'রিক ঘাঁ'টির ক্ষ'য়ক্ষ'তি এবং আহ'তদের ইসরায়েলের হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যাপারে একটি পোস্ট মন্ত'ব্য করে বেকা'য়দায় পড়েছেন। টুইটার থেকে তার মন্ত'ব্য স'রিয়েই ক্ষ্যা'ন্ত দেননি কর্তৃপক্ষ, অ্যাকাউ'ন্টটিও স্থগি'ত করা হয়েছে।
জ্যাক খূরি নামের ওই সাংবাদিকের মন্ত'ব্যে মি'শ্র প্রতিক্রি'য়া দেখা যায়। তিনি টুইটার পোস্টে বলেছেন, দৈনিক হারেৎজ থেকে পাওয়া তথ্য অনু'সারে আইন আল-আসাদ বিমানঘাঁ'টিতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হাম'লায় আহ'ত ২২৪ জন মার্কিন সেনাকে তেল আবিবে নেয়া হয়েছে। জ্ঞা'ত সূ'ত্র অনু'সারে, এসব সেনাকে তেল আবিবের সুরা'স্কি মেডিক্যাল সেন্টার হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই পোস্টে জ্যাক খুরি আরো বলেছেন, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কিন প্রতির'ক্ষা মন্ত্রণা'লয়কে আশ্ব'স্ত করেছেন যে, হাসপাতালে ডাক্তার ও স্টাফরা আমেরিকার সেনাদেরকে সর্বো'চ্চ সেবা দেবে। গতকাল বুধবার লেখা এই পোস্টকে আমেরিকাভি'ত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ডিলি'ট করে দিয়েছে এবং তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টি'ভেট করেছে।
বুধবার ভোরে ইরানের ইসলামি বিপ্ল'বী গা'র্ড বাহি'নী বা আইআরজিসি ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁ'টি এবং ইরবিলের একটি মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালায়। বহুসং'খ্যক ক্ষে'পণা'স্ত্র দিয়ে হাম'লা চালা'লেও মার্কিন সেনারা ইরানের একটি ক্ষে'পণা'স্ত্রও ভূপা'তিত করতে পারেনি। সূত্র : পার্সটুেডে।