আন্তর্জাতিক ডেস্ক : ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইল কয়েক দ'ফা বিমান হা'মলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্তত ৮ যো'দ্ধা নি'হ'ত হয়েছেন। রেডিও তেহরানের খবর, উ'গ্র স'ন্ত্রা'সী গো'ষ্ঠী দায়েশের বি'রু'দ্ধে যেসব সংগঠন স'ক্রি'য়ভাবে ল'ড়া'ই করেছে হাশদ আশ-শাবি হচ্ছে তার একটি।
ব্রিটেনভিত্তিক মানবাধি'কার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাই'টস' জানিয়েছে, শুক্রবার সকালের দিকে ইসরায়েলি বিমান থেকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় বেশকিছু ট্রাক ও অ'স্ত্র গু'দামে হা'ম'লা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি বলেছে, অ'জ্ঞা'ত পরিচয় বিমান ওই এলাকায় হা'ম'লা চালায় তবে লেবাননের গণমাধ্যম আল-মায়াদিন বলেছে, ইসরায়েলি বিমান ওই হা'ম'লা চালিয়েছে।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দুর রহমান জানান, বিমান হা'ম'লায় হাশদ আশ-শাবির অন্তত আটজন নি'হ'ত হয়েছেন। সিরিয়া এবং ইরাকের স'ন্ত্রা'সী গো'ষ্ঠী দায়েশের বি'রু'দ্ধে দেশটির সা'ম'রিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ল'ড়া'ই করলেও ইসরায়েল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই এসব সংগঠনের উপর বিমান হা'ম'লা চালায়।