শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ১০:১৯:৩৬

তেহরানে যাত্রীবাহী বিমানে ক্ষে'প'ণাস্ত্রের আ'ঘা'ত হা'নার ভিডিও প্রকাশ!

তেহরানে যাত্রীবাহী বিমানে ক্ষে'প'ণাস্ত্রের আ'ঘা'ত হা'নার ভিডিও প্রকাশ!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ১৭৬ আরোহী নিয়ে বি'ধ্ব'স্ত ইউক্রেনের বিমানটি ক্ষে'প'ণা'স্ত্রের আ'ঘা'তে বি'ষ্ফো'রিত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিমানে আ'ঘা'ত হা'না'র একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি। এতে উদ্বিগ্ন ইরান দাবি করেছে, ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় বি'ধ্ব'স্ত হয়নি।

মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস এ সং'ক্রা'ন্ত একটি ভিডিও প্রকাশ করে। ১০ সেকেন্ডের ওই ভিডিওতে কোনও একটা বস্তুর আ'ঘা'তে বিমানটিতে আ'গু'ন ধরে যেতে দেখা গেছে। কিছুক্ষণ পরই প্র'চ'ণ্ড শব্দে এটি বি'ষ্ফো'রিত হয়।
 
পত্রিকাটির সংবাদে বলা হয়, তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়ণের পরই এতে কিছু একটা আ'ঘা'ত হা'নে। এতে বিমানটির ইঞ্জিনে আ'গু'ন ধরে যায়। ওই অবস্থায় পাইলট বিমানটিকে আবার তেহরানে ফিরিয়ে আনার চে'ষ্টা করেন। কিন্তু কয়েক মিনিট পরই এটি বি'ষ্ফো'রিত হয়ে সব যাত্রী ও ক্রু নি'হ'ত হন।

নিউইয়র্ক টাইমস বলছে, তারা ওই ভিডিওটি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস থেকে সংগ্রহ করেছে। বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বি'ধ্ব'স্ত হয়। এদের মধ্যে ১৬৭ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। 

প্রথমে এতে মোট ১৮০ আরোহী ছিলেন বলে বিমান সংস্থাটি দাবি করলেও পরে এর আরোহী সংখ্যা ১৭৬ বলে নি'শ্চি'ত করে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বি'ধ্ব'স্ত হয়ে এর সব আরোহী নি'হ'ত হন। ইরানের দাবি, ক্ষে'প'ণা'স্ত্রে বি'ধ্ব'স্ত হয়নি বিমানটি। যা'ন্ত্রি'ক ত্রু'টির কারণেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বি'ধ্ব'স্ত হয়।

এক বিবৃতিতে ইরান সরকারের মুখপাত্র আলী রাবাই এমন কথা বলেছেন। তিনি বলেন, এসব প্রতিবেদন ইরানের বি'রু'দ্ধে মন'স্তা'ত্ত্বিক যু'দ্ধ। যেসব দেশের নাগরিক এই দু'র্ঘ'ট'নায় নি'হ'ত হয়েছেন, তারা নিজেদের প্রতিনিধি পাঠাতে পারেন। বিমানের ব্ল্যাক বক্স ত'দ'ন্ত প্র'ক্রি'য়ায় যোগ দিতে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে আমরা আ'হ্বা'ন জানিয়েছি। সূত্র : এএফপি ও রয়টার্স

সেই মুহুর্তের ভিডিওটি দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে