আন্তর্জতিক ডেস্ক : সম্প্রতি দা'বান'লের কারণে পানি শূন্য হয়ে পড়ছে অস্ট্রেলিয়া। পানির জন্য হা'হাকা'র করছে প্রাণীগুলো। লোকালয়ে আসতে শুরু করেছে বন্য উট। পানির খোঁজে উটের বিচরণের কারণে সম্পদের ব্যাপক ক্ষ'য়-ক্ষ'তি হচ্ছে বলেও জানান স্থানীয়রা। এই ক্ষ'য়-ক্ষ'তি এড়াতে ১০ হাজার উট হ’ত্যার পরিকল্পনা গ্রহণ করেছে অস্ট্রেলিয়া।
তাছাড়া মিথেন গ্যাস সৃষ্টির জন্যও দায়ী করা হচ্ছে উটকে। এদিকে অস্ট্রেলিয়াকে বিপুল সংখ্যক উট না মে'রে ইসলামি রীতিতে জ'বাই করে তা দান করার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ তুরস্কের সরকারি মানবিক সহযোগিতা সংস্থা। অস্ট্রেলিয়াকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক।
এদিকে তুরস্কের আইএইচএইচ সংস্থাটি এ মর্মে প্রচেষ্টা চা'লিয়ে যাচ্ছে যে, অস্ট্রেলিয়া যেন তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। তারা এ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানায় সংস্থাটি।
গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে দাবানল। সম্প্রতি এ দাবানল ভ'য়াব'হ আ'কার ধার'ণ করেছেন। দা'বান'লের আ'গুনের তী'তা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আ'গু'নের উত্তাপে পশু-পাখিসহ নানান প্রজাতির প্রাণী ও সরিসৃপ মা'রা যাচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটি প্রাণী মা'রা গেছে বলে আ'শঙ্কা করা হচ্ছে৷