আন্তর্জাতিক ডেস্ক : শনিবার কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নাগরিকত্ব আইন বিরো'ধী প্র'ব'ল বি'ক্ষো'ভ শুরু হয়েছিল কলকাতা থেকেই। নাগরিকত্ব আইনের বিরো'ধিতায় টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গে পা দেওয়ার আগের দিনই বিজ্ঞপ্তি জারি করে নাগরিকত্ব আইন কার্যকর করে দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। নাগরিকত্ব আইন নিয়ে যতই বি'ক্ষো'ভ হোক না কেন, তারা যে পিছু হটবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশজুড়ে নতুন আইন নিয়ে বি'ক্ষো'ভের মধ্যেই নতুন আইন কার্যকর করা হল।
এমনিতেই প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সময় নাগরিকত্ব আইন প্র'ত্যা'হা'রের দাবিতে বি'ক্ষো'ভ হওয়ার স'ম্ভা'বনা ছিল। শুক্রবার নতুন আইন কা'র্যকর হয়ে যাওয়ার পর সেই স'ম্ভা'বনা আরও বেড়ে গেল। এই আইন অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতে গিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে।