শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ০৫:০৫:৩৬

মার্কিন সেনাবহরে ভ'য়াব'হ বো'মা হা'মলা, বহরে থাকা সব সেনা নিহ'ত

মার্কিন সেনাবহরে ভ'য়াব'হ বো'মা হা'মলা, বহরে থাকা সব সেনা নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বো'মার বি'স্ফো'রণ ঘ'টিয়েছে তালিবান। ন্যাটোর মুখপাত্র ও আফগানিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। হা'ম'লায় এখন পর্যন্ত হ'তাহ'তের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। 

এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এই হা'ম'লায় অনেকেই হ'তাহ'ত হয়েছেন। হা'ম'লা সম্পর্কে আফগানিস্তানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা বলেন, কান্দাহার প্রদেশের দান্দ জেলায় হা'ম'লা চালানো হয়েছে। এ সময় বো'মাটি মার্কিন এক সাঁজোয়া যানে আ'ঘা'ত হা'নে। বিদেশি সেনারা এলাকাটি ঘিরে রেখেছে। 

কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি আফগান সেনারাও সেখানে যেতে পারছে না। ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, তারা পুরো বিষয়টি প'র্যবে'ক্ষণ করছেন। তবে হ'তাহ'ত সম্পর্কে কিছু জানাতে চাননি তিনি। এ দিকে তালিবানের মুখপাত্র ক্বারী ইউসুফ হামলার দায় স্বী'কার করেছেন। তিনি দাবি করেন, সাঁজোয়া যানের ভেতরে থাকা সব মার্কিন সেনা হা'ম'লায় নিহ'ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে