আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জ'ঙ্গিরাই এখন জম্মু-কাশ্মীরের মোতায়েন ভারতীয় সেনার সবথেকে বড় মাথাব্য'থার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত আফগান স'ন্ত্রা'সীরা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে তারাই বর্তমানে জম্মু ও কাশ্মীরের শান্তির পরিবেশ ন'ষ্ট করতে পারে বলে মনে করছে গো'য়ে'ন্দা দফতর।
পাশাপাশি এই ঘটনার সাপেক্ষে ভারতীয় সেনার তরফ থেকে ইতিমধ্যেই গোটা উ'পত্য'কা জুড়ে লাল স'ত'র্ক'তা জা'রি করা হয়েছে। একইসঙ্গে অ'নুপ্রবে'শ ঠে'কাতে ভারত-পাক সীমান্তে ন'জ'রদা'রি আরও আঁটো'সাঁটো করার পাশাপাশি মজবুত ই'স্পাতের বেড়াও ব্যবহার করা হচ্ছে সরকারের তরফে।
অন্যদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তান সী'মা'ন্তে লাগোয়া স্প'র্শকা'তর জায়গা গু'লিকে চি'হ্নি'ত করেছে সীমান্ত সু'র'ক্ষা বাহিনী বা বিএসএফ। মানচিত্রের মাধ্যমে স'না'ক্তক'রণের পাশাপাশি ওই জায়গা গু'লিতে বিএসএফের নিত্য ম'হ'ড়াও জা'রি রয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাক সেনা বর্তমানে স'ন্ত্রা'সী হা'ম'লার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রা'প্ত আফগান জ'ঙ্গিকে কৌশলে ভারতীয় সীমান্তের দিকে পাঠাচ্ছে। যারা বর্তমানে এই অঞ্চলে বিভিন্ন কৌশলে ভারতীয় সেনার উপর হা'ম'লা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই প্রসঙ্গে একজন সেনা কর্মকর্তা বলেন, "আফগান স'ন্ত্রা'সীরাই এই মুহূর্তে কাশ্মীরের শান্তির পক্ষে সবচেয়ে বড় হু'ম'কি। ইতিমধ্যে কিছু বিদেশী স'ন্ত্রা'সবা'দী কাশ্মীরে প্রবেশ করেছে। তারাও বিভিন্ন বিষয়ে প্র'শি'ক্ষ'ণ প্রাপ্ত। তাই এই ক্ষে'ত্রে তাদের জড়িত হওয়া একটা বড় উদ্বে'গের কারণ।"