আন্তর্জাতিক ডেস্ক : যে রাতে জেনারেল সোলাইমানিকে হ'ত্যা করা হয়, সেই একই রাতে ইরানের আরেক শী'র্ষ সাম'রিক কর্মকর্তাকে ইয়েমেনে হ'ত্যার চে'ষ্টা করে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই হ'ত্যা চে'ষ্টা ব্য'র্থ হয়। ঘট'নার সঙ্গে জ'ড়িত দুই সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন এ সংবাদমাধ্যম।
সিএনএন-এর ওই দুই সূ'ত্র হলেন মার্কিন কর্মকর্তা। তারা যুক্তরাষ্ট্রের ওই মিশ'ন নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে অপর মার্কিন সাম'রিক কর্মকর্তারা বলছেন, ইরানের রেভ'ল্যুশনা'রি গা'র্ডের অভিজাত বাহিনী কুদস ফো'র্সের কমা'ন্ডার সোলাইমানিকে হ'ত্যা ছা'ড়া ওইরাতে আর বড় ধরনের কোনও অ'পারে'শন চা'লানো হয়নি।
মার্কিন প্রতির'ক্ষা সদর দফতর পে'ন্টাগনের মুখপাত্র রেবেকা রেবারিখ সিএনএন-কে দেয়া এক বিবৃতিতে বলেছেন, তিনি ইয়েমেনে মার্কিন অভি'যানের প্রতিবেদন দেখেছেন। কিন্তু ওই অভি'যানের সত্যতা কিংবা তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে অ'স্বী'কৃ'তি জানান তিনি। সূত্র : সিএনএ