রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১২:২২:০৪

প্র'ব'ল দুই বি'স্ফো'রণে কাঁ'পলো মুম্বাই ও গুজরাত, মৃ'ত ১৩

প্র'ব'ল দুই বি'স্ফো'রণে কাঁ'পলো মুম্বাই ও গুজরাত, মৃ'ত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র ও গুজরাত রাজ্যে ভ'য়াব'হ বি'স্ফো'রণ। সেই দুই দুই বি'স্ফো'রণে মৃ'ত্যু হয়েছে ১৩ জনের। অসংখ্য আ'হ'ত হয়েছে। গুজরাতে ভদোদরার এইমস অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থায় বি'স্ফো'রণে ৮ জনের মৃ'ত্যু হয়েছে। ওই সংস্থা হসপিটাল এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহারের জন্য বিভিন্ন ধরণের গ্যাস সরবরাহ করত। 

কোন ভাবে গ্যাসের সংস্পর্শে ওই দু'র্ঘট'না ঘটেছে বলে মনে করা হচ্ছে। বি'স্ফো'রণের তী'ব্র'তা এতটাই বেশি ছিল যে অনেকটা দূর থেকে তা অনুভব করা গিয়েছে বলেও জানানো হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে বেলা ১১ টা নাগাদ পাদ্রার এই কোম্পানিতে দু'র্ঘ'টনা ঘটেছে। যেহেতু এই কোম্পানিতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন সহ বিভিন্ন ধরনের গ্যাস নিয়ে কাজ করা হত তাই কোন ভাবে এই বি'স্ফো'রণ ঘটেছে বলে মনে করা হচ্ছে আপাতভাবে। 

ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে উ'দ্ধা'র কাজ শুরু করাতে বি'প'দ খুব একটা বাড়তে পারেনি বলে জানা গিয়েছে। এছাড়াও আ'হ'তদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ওই ঘটনায় ৮ জন মা'রা গিয়েছে এছাড়াও বেশ কয়েকজন গু'রু'ত'রভাবে আ'হ'ত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বেলা ১১ টা নাগাদ ওই ফ্যাক্টারিতে বি'স্ফো'রণ ঘটে। ঘটনাস্থলেই ৫ জন মা'রা গিয়েছিল। বাকিদের চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও ৩ জন মা'রা গিয়েছে বলেও জানা গিয়েছে।

এদিকে, গুজরাতের পর এবার মহারাষ্ট্রে ভ'য়াব'হ বি'স্ফো'রণ। মহারাষ্ট্রের পালঘরে এই বি'স্ফো'রণের ঘটনা ঘটেছে। অন্তত আটজনের মৃ'ত্যু হয়েছে বলে খবর। মৃ'তের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। কেমিক্যাল ফ্যাক্টরিতে বি'স্ফো'রণ হয়েছে বলে জানা গিয়েছে। তারাপুর, বইসারের শিল্পাঞ্চলে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তত্‍পরতার সঙ্গে চলছে উ'দ্ধা'রকাজ।

মুম্বাই থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই কারখানা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওই বিস্ফোরণ হয়। ১৫ কিলোমিটার দূর পর্যন্ত ওই বি'স্ফো'রণের শব্দ শোনা যায়। শনিবারই ভদোদরার এইমস অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামক এক কোম্পানিতে বি'স্ফো'রণে ৮ জন মারা গিয়েছে। ওই কোম্পানিটি হসপিটাল এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহারের জন্য বিভিন্ন ধরণের গ্যাস সরবরাহ করত। কোনোভাবে গ্যাসের সং'স্প'র্শে ওই দু'র্ঘ'টনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

বি'স্ফো'রণের তী'ব্র'তা এতটাই বেশী ছিল অনেকটা দূর থেকে তা অনুভব করা গিয়েছে বলেও জানানো হয়েছে। পুলিশি তরফে জানা গিয়েছে বেলা ১১ টা নাগাদ পাদ্রার এই কোম্পানিতে দু'র্ঘ'ট'না ঘটেছে। যেহেতু এই কোম্পানিতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন সহ বিভিন্ন ধরনের গ্যা'স নিয়ে কাজ করা হত তাই কোন ভাবে এই বি'স্ফো'রণ ঘটেছে বলে মনে করা হচ্ছে আপাতভাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে