রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০১:৩৫:২১

সিরিয়া থেকে ৫০ টন সোনা পাচা'র করেছে মার্কিন বাহিনী

সিরিয়া থেকে ৫০ টন সোনা পাচা'র করেছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান যু'দ্ধের মধ্যেই অন্তত ৫০ টন সোনা পা'চার করেছে মার্কিন বাহিনী।তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলের দায়েস সন্ত্রা'সী অঞ্চল থেকে ৫০ টনের বেশি সোনা কোবানিতে অবস্থিত নিজেদের ঘাঁ'টিতে স্থা'নান্ত'র করেছে মার্কিন বাহিনী। সিরিয়ার পিপলস প্রটে'কশন ইউনিট (ওয়াইপিজি) বাহিনীকে স্বর্ণের সামান্য অংশের ভাগ দিয়েছে মার্কিন বাহিনী।৫০ টনের মধ্যে অন্তত ৪০ টন সোনা দায়েস অঞ্চল থেকে চু'রি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সানা দাবি জানায়, সিরিয়ার দক্ষিণ হাসাকাহ অঞ্চলের আল-দাশশি অঞ্চল থেকে মার্কিন বাহিনী বিশাল বিশাল বাক্সগুলো দায়েশের স্বর্ণ দ্বারা বো'ঝাই করে।প্রতিবেদনে আরো বলা হয়, দায়েসের স'ন্ত্রা'সীগো'ষ্ঠীর নেতারা নিয়মিত মার্কিন বাহিনীকে কোথায় কোথায় স্বর্ণ রয়েছে, সে তথ্য জানায়। পরে মার্কিন বাহিনী পরিকল্পনামাফিক সেখান থেকে স্বর্ণ পাচা'র করে।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার মানবা'ধিকার পরিস্থি'তির ওপর নজ'র রাখা একটি সংস্থাও একই দাবি করেছে। সিরিয়ায় প্রায় দুই হাজার মার্কিন সৈন্য রয়েছে। তারা দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে