রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১২:২৩:৫৬

আয়াতুল্লাহ খামেনির পদত্যা'গ চেয়ে ইরানে হাজারো জনতার বি'ক্ষোভ

আয়াতুল্লাহ খামেনির পদত্যা'গ চেয়ে ইরানে হাজারো জনতার বি'ক্ষোভ

আন্তর্জতিক ডেস্ক : গত বুধবার ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বি'ধ্ব'স্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহী প্রা'ণ হা'রান। ওই দুর্ঘটনার তিনদিন পর এই ঘটনার দোষ স্বীকার করেছে ইরান। এই বিমান বি'ধ্ব'স্তের ঘটনায় ক্ষো'ভ প্রকাশ করে রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ বি'ক্ষো'ভে অংশ নিয়েছেন। 

ওই বিমান বি'ধ্ব'স্তে'র ঘটনায় প্রথমদিকে নিজেদের দোষ স্বী'কার করেনি ইরান। তবে গতবার শনিবার ইউক্রেনের বিমান দু'র্ঘট'নায় নিজেদের ভুলের কথা স্বী'কার করে নেয় ইরানি কর্তৃপক্ষ। তারা স্বী'কার নেন যে, ভুলবশত ইউক্রেনের ওই বিমানটি গু'লি করে ভূ'পা'তিত করা হয়েছে। 

ইরানি কর্তৃপক্ষ কেন দীর্ঘ সময় ধরে ইউক্রেনের যাত্রীবাহী বিমান দু'র্ঘ'টনা ঘটনা নিয়ে মিথ্যা বলেছেন সেই ক্ষো'ভ থেকেই বি'ক্ষো'ভ করছেন বি'ক্ষু'ব্ধ জনতা। 

জানা গেছে, বি'ক্ষো'ভকারীরা দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে বি'ক্ষো'ভে অংশ নিয়েছেন। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। বি'ক্ষো'ভকারীরা শরীফ বিশ্ববিদ্যালয় এবং আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। প্রথমদিকে তারা নি'হ'তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশ করেন। কিন্তু সন্ধ্যার দিকে বি'ক্ষো'ভে ক্ষো'ভ ছ'ড়িয়ে পড়ে।

বি'ক্ষো'ভকারীরা দাবি জানিয়েছেন, যারা বিমান বি'ধ্ব'স্তের পেছনে দায়ী এবং যারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। কমান্ডার ইন চীফ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যা'গ এবং মিথ্যাবাদীদের মৃ'ত্যুর দাবি জানিয়ে স্লো'গান দেওয়া হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে এই বি'ক্ষো'ভকে অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করে টুইট করেছেন। সূত্র : বিবিসি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে