রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০২:২৭:২৩

এবার ইরানের ভ'য়ে আত'ঙ্কি'ত ইসরায়েল!

এবার ইরানের ভ'য়ে আত'ঙ্কি'ত ইসরায়েল!

আন্তর্জতিক ডেস্ক : এবার ইরানের ভ'য়ে আত'ঙ্কি'ত ইসরায়েল! নিজ দেশের জেনারেলকে হ'ত্যার প্র'তিশো'ধের অংশ হিসেবে কয়েকদিন আগে ইরাকের দুই মার্কিন ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে ইরান। এ হা'মলা ঠে'কাতে মার্কিন বাহিনী ব্য'র্থ হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েল সামরিক গোয়েন্দার ওয়েবসাইট দেবকাফাইলের এক প্রতিবেদনে। তাদের ধারণা, এ হা'মলার পর ইরান থেকে ইসরায়েলও নিরাপদে নেই। খবর পার্সটুডে।

গতকাল শুক্রবার দেবকাফাইল তাদের প্রতিবেদনে জানায়, ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলা মার্কিন বাহিনী প্র'তিহ'ত করতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ইসরায়েল সামরিক গোয়ান্দা সংস্থা বেশ উদ্বিগ্ন। এর কারণ হচ্ছে, ইসরায়েলের ক্ষে'পণা'স্ত্র প্র'তিরো'ধের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের তৈরি মডেল থেকে তৈরি করা হয়েছে।

তারা আরও জানায়, কোরীয় যু'দ্ধের পর এই প্রথম কেউ মার্কিন সেনা ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হা'মলা করেছে। ইরানের হা'মলা প্রমাণ করে তাদের পরিকল্পনা কত নিখুঁত এবং তারা কতো শক্তিশালী ক্ষে'পণা'স্ত্র তৈরি করতে স'ক্ষম হয়েছে। গত বুধবারের হা'মলাকে ইসরায়েল ইরানের সফলতা হিসেবেই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

দেবকাফাইল আরও জানায়, মার্কিনিরা ইরানের ক্ষে'প'ণাস্ত্র ভূপা'তিত না করতে পারার কারণ হতে পারে আগাম সতর্কবার্তার অভাব। অথবা মার্কিন বাহিনী প্রস্তুত থেকেও ইরানের ক্ষে'পণা'স্ত্র ভূ'পাতিত করতে ব্যর্থ হয়েছে। তবে এ ঘটনা ইসরায়েলের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। এখন ইসরায়েল ইরানের ক্ষে'পণা' হা'মলা'র আ'শঙ্কা'য় আছে। যদি মার্কিন বাহিনীর ক্ষে'পণা'স্ত্র প্র'তিরো'ধের প্রযুক্তি বিফলে যায় তাহলে ই'সরেয়েলের ক্ষেত্রেও একই অবস্থা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে