আন্তর্জাতিক ডেস্ক : সামরিক ঘাঁ'টিতে প্রশিক্ষণরত থাকা ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বেশ কয়েকজন সেনা সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে ব'হিষ্কা'র করা হচ্ছে। ফ্লোরিডার নৌঘাঁ'টিতে ব'ন্দু'ক হা'ম'লার পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বহি'ষ্কৃ'ত এসব সৌদি সেনাদের বি'রু'দ্ধে হা'মলা'কারীকে সহায়তায় অভিযোগ আনা হয়নি। তবে কয়েক জনের বিরু'দ্ধে উ'গ্রবা'দী আ'ন্দো'লনের সঙ্গে সংশ্লিষ্টতার অ'ভি'যোগ রয়েছে।
গত বছরের ৬ ডিসেম্বর শুক্রবার ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁ'টির একটি ভবনের শ্রেণিকক্ষে ব'ন্দু'ক হা'মলা চা'লায় এক সৌদি প্রশিক্ষণার্থী। এতে তিনজন মার্কিন সেনা নিহ'ত ও বেশ কয়েকজন আ'হ'ত হয়। পরে পা'ল্টা গু'লিতে ২১ বছর বয়সী ব'ন্দু'কধারীও নিহ'ত হয়।
ওই ঘটনার পর সম্ভাব্য সন্ত্রাসী হা'ম'লার বিষয়ে তদন্ত শুরু করে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। নিজেদের কোয়ার্টারে আট'ক রাখা হয় সৌদি আরবের বেশ কয়েক জন সামরিক প্রশি'ক্ষণা'র্থীকে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা সৌদি আরবের প্রায় সাড়ে আটশো সামরিক প্রশিক্ষণার্থীর ওপর তদন্ত শুরু করে পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কারভার বলেন, পেনসাকোলা বি'পর্য'য়ের পর একটি পর্যালোচনা চালিয়ে সৌদি আরবের বিদেশি সামরিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করে প্রতিরক্ষা দফতর। এছাড়া বিদেশি শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া জো'রালো করা হচ্ছে। তিনি জানান, সেই প্রশিক্ষণ এখনও স্থগিত আছে আর আমরা নতুন পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছি।